সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যে শুরু হয়েছে স্পেশ্যাল কোচিং, কতদিন চলবে, কোথায় হচ্ছে? ঝটপট জানুন

Last Updated:

Bankura News: এই রাজ্যের স্কুলে পড়াশোনা করা একাধিক প্রতিবেশী জেলা থেকে ৫৩২ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই 'স্পেশ্যাল কোচিং'য়ে অংশ নিয়েছে। 'স্পেশ্যাল কোচিং' এর সুযোগ পেয়ে তাঁদের পড়াশোনার অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন পড়ুয়ারা।

+
সাঁওতালি

সাঁওতালি মাধ্যম বিদ্যালয় 

রাইপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ প্রতিবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সাঁওতালি ভাষায় দুর্দান্ত ফল করে বাঁকুড়ার ছাত্র-ছাত্রীরা। এই জেলার পড়াশোনার ভাল উদ্যম রয়েছে। সাঁওতালি মাধ্যমে পাঠরত এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘স্পেশ্যাল কোচিং’ এর ব্যবস্থা করল ওয়েস্ট বেঙ্গল সান্তালী টিচার্স অ্যাসোসিয়েশন। ওই শিক্ষক সংগঠনের উদ্যোগে ও ভারত জাকাত মাঝহি পারগানা মহল সহ অন্যান্য গণ সংগঠনগুলির সহযোগিতায় রাইপুরের ঢেকিকাটা নিউ ইন্ট্রিগ্রেটেড গভর্মেন্ট স্কুলে পুজোর ছুটিতে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই ‘স্পেশ্যাল কোচিং’ চলবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার পাশাপাশি এই রাজ্যের স্কুলে পড়াশোনা করা একাধিক প্রতিবেশী জেলা থেকে ৫৩২ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই ‘স্পেশ্যাল কোচিং’য়ে অংশ নিয়েছে।
আরও পড়ুনঃ যেমন দেখতে-তেমনই নাম! বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের নাম কে দিল জানেন? অদ্ভুত এই ইতিহাস শুনে চমকে উঠবেন
একই সঙ্গে তাঁরা জানান, এখনও পর্যন্ত সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক, পরিকাঠামো, এমনকি বইয়ের অভাব রয়েছে। ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘স্পেশ্যাল কোচিং’ এর প্রয়োজন হয়ে পড়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ‘স্পেশ্যাল কোচিং’য়ে উপস্থিত পরীক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের স্কুলে সব বিষয়ের শিক্ষক নেই, নিয়মিত ক্লাস হয় না, সিলেবাসও শেষ হয়নি। ফলে এই ‘স্পেশ্যাল কোচিং’ তাঁদের বিশেষ সুযোগসুবিধা দিচ্ছে। এখানে ‘স্পেশ্যাল কোচিং’ এর সুযোগ পেয়ে তাঁদের পড়াশোনার অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন পড়ুয়ারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যে শুরু হয়েছে স্পেশ্যাল কোচিং, কতদিন চলবে, কোথায় হচ্ছে? ঝটপট জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement