Howrah News: ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ রক্ষার বিশেষ কর্মসূচি! হাওড়ার একদল যুবকের অভিনব উদ্যোগ

Last Updated:

এবছর বেশ কয়েকটি স্কুল মিলিয়ে কয়েক হাজার গাছ বড় করে তোলার উদ্যোগ নিয়েছে জেলার একদল যুবক।

+
স্কুল

স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে পরিবেশ রক্ষায় বিশেষ ভাবনা হাওড়ার যুবকদের

হাওড়া: কেউ কৃষক, কেউ বেসরকারি চাকরিজীবী, কেউ প্রাইভেট টিউটর, কেউ আবার পেশায় চিকিৎসক। মন্ত্র একটাই, এই পরিবেশ রক্ষা করতেই হবে। তাই বিগত কয়েক বছর ধরে পরিবেশ রক্ষার নানা কর্মসূচিতে সামিল হলেন হাওড়ার এক দল যুবক। ছাত্রছাত্রীদের পরিবেশ রক্ষার কাজে সামিল করতে স্কুলে স্কুলে এবার বিশেষ উদ্যোগ।
তরুণোদয় ফাউন্ডেশনের স্বপ্নের কর্মসূচি উদ্গম-২ এর কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ সচেতনতার পাঠ দেওয়া। পরে তাদের প্রত্যেককে একটি করে গাছ উপহার দেওয়া হয়। কীভাবে গাছ লাগাবে, কোথায় কী ধরনের গাছ লাগাবে সেই গাছ কিভাবে পরিচর্যা এবং গাছ বড় করে তোলার উপায় জানান। এখানেই শেষ নয়, ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি গাছ বড় করে তোলার অঙ্গীকার নিয়ে তরুণোদয় ফাউন্ডেশনের উদ্গম কর্মসূচি।
advertisement
এবছর বেশ কয়েকটি স্কুল মিলিয়ে কয়েক হাজার গাছ বড় করে তোলার উদ্যোগ নিয়েছে জেলার একদল যুবক। তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে এবং পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ, হাওড়া জেলা ও বাগনান হিউম্যান অ্যানিমাল নেচার ওয়েলফেয়ার সোসাইটি এর সহযোগিতায় বন্যপ্রাণ সচেতনতা ও পরিবেশ রক্ষার কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে পরিবেশকর্মী, বনবিভাগ কর্মী এবং জনপ্রতিনিধিদের শামিল করে ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করাই লক্ষ্য।
advertisement
advertisement
তরুণোদয় ফাউন্ডেশনের উদ্গম-২ কর্মসূচির মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ সচেতনতার পাঠ দেওয়া এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে ফলের চারাগাছ তুলে দেওয়া হয়। বাগনান বাঙালপুর ইউ সি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ৫০০ ফলের গাছ তুলে দিয়ে পরিচর্যা শেখানো হয়। আমতা গাজীপুর বালিকা বিদ্যালয়ের ৩০০ ছাত্রীর হাতে ফলের চারাগাছ তুলে দেওয়া হয়। উদ্যোক্তা জানান, শুধুমাত্র চারাগাছ প্রদান নয়। গাছ পরিচর্যা করে বড় করে তোলা এবং নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষাই লক্ষ্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ রক্ষার বিশেষ কর্মসূচি! হাওড়ার একদল যুবকের অভিনব উদ্যোগ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement