South Dinajpur News: এক ‌যুগ পর বালুরঘাট-হিলি রেল প্রকল্পের কাজ শুরু! আশায় বুক বাঁধছে জেলাবাসী

Last Updated:

South Dinajpur News: এক যুগ পূর্বে বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য নির্মিত হয়েছিল রেলের পিলার। এবার ফের নতুনভাবে বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হল। আত্রেয়ী নদীর উপর সেতু নির্মাণের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল।

+
রেল

রেল প্রকল্প

দক্ষিণ দিনাজপুর : এক যুগ পূর্বে বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য নির্মিত হয়েছিল রেলের পিলার। এবার ফের নতুনভাবে বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হল। আত্রেয়ী নদীর উপর সেতু নির্মাণের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল। রেলের অধিকৃত জমি খালি করা হচ্ছে বালুরঘাটের খিদিরপুর এলাকায়। ইতিমধ্যেই রেলপথের অধিগ্রহণ করা জমির মালিকরা টাকা পেয়ে গেলেও অনেকেই বসবাস করছিলেন। তবে, এদিন রেল ব্রীজের কাজ শুরু হতেই সেই সমস্ত জমির মালিকেরা তাদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র যাওয়া শুরু করেন।
জেসিপি নামিয়ে ব্রিজের ১০০ মিটারের মধ্যে জায়গা খালি করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে, বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য প্রায় ৫০০ কোটি টাকা খরচ করবে রেল। গত ২০২৩ সালের অগস্ট মাসে ১৫৫ কোটি টাকা বরাদ্দ করে রেল। সেই টাকা জেলা প্রশাসনের দফতরে পাঠানো হয় বলে জানায় উত্তর-পূর্ব রেল। তবে আইনি জটিলতার জেরে এই রেল প্রকল্পের কাজ থমকে ছিল। ২০২২ সালের নভেম্বর মাসে কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এই প্রকল্প নিয়ে তোড়জোড় শুরু হয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছিল, প্রাথমিক ভাবে এই রেল প্রকল্পের জন্য জেলা প্রশাসনের তরফে ২৯৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলকে। ওই টাকায় শুরু হয় জমি অধিগ্রহণের কাজ।এরপরেই সম্প্রতি ফের তৎপরতা শুরু হয়েছে এই রেললাইন সসম্প্রসারণের জন্যে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে ৩০ শতাংশ জমি ইতিমধ্যেই রেলের হাতে তুলে দেওয়া হয়েছে।দ্রুত আত্রেয়ী নদীর ওপরে ওই রেলের কাজ শুরু হবে। নতুন ভাবে সেতুর কাজের সূচনা হতেই খুশির হাওয়া জেলাজুড়ে।
advertisement
সুস্মিতা গোস্বামী
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: এক ‌যুগ পর বালুরঘাট-হিলি রেল প্রকল্পের কাজ শুরু! আশায় বুক বাঁধছে জেলাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement