জাঠা শেষে শিল্প নিয়ে তৃণমূলকে কটাক্ষ সূর্যকান্তের

Last Updated:

আবার সেই শালবনি ৷ আবার সেই শিল্প নিয়ে কটাক্ষ ৷ কিছুদিন আগে জিন্দালদের সিমেন্ট কারখানা উদ্বোধনে এসে বামফ্রন্টকে একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ৷ আর এবার সেই মঞ্চ থেকেই তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই একই ফমুর্লায় কটাক্ষ করলেন বামনেতা সূর্যকান্ত মিশ্র ৷ শুক্রবার শালবনিতে জাঠার সভায়, উচ্চস্বরে সূর্যের পরিষ্কার মন্তব্য, ‘শিল্প নয়, গল্প করছেন মমতা !’

#শালবনি: আবার সেই শালবনি ৷ আবার সেই শিল্প নিয়ে কটাক্ষ ৷ কিছুদিন আগে জিন্দালদের সিমেন্ট কারখানা উদ্বোধনে এসে বামফ্রন্টকে একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ৷ আর এবার সেই মঞ্চ থেকেই তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই একই ফমুর্লায় কটাক্ষ করলেন বামনেতা সূর্যকান্ত মিশ্র ৷ শুক্রবার শালবনিতে জাঠার সভায়, উচ্চস্বরে সূর্যের পরিষ্কার মন্তব্য, ‘শিল্প নয়, গল্প করছেন মমতা !’
মঞ্চে সূর্যকান্তের কটাক্ষ মুখ্যমন্ত্রী নীল-সাদা রং ঘিরে ৷ সভায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে সূর্যকান্তের সহজ হিসেব ৷ স্পষ্ট কথায় সূর্য বললেন, ‘এ রাজ্যে এতদিন শিল্প নিয়ে ভেবেছে একমাত্র বামেরাই৷ তাই রাজ্যে শিল্প শুধু বামেরাই গড়তে পারবে ৷ তবে শিল্পের জন্য কৃষি জমিতে বামেরা কখনই হাত দেবে না ৷ আমরা কৃষকদের পাশে দাঁড়াব ৷ তাঁদের উজ্জীবিত করব ৷ টাটারা চলে যাওয়ায় শিল্পের বেশ ক্ষতি হয়েছে ৷ রাজ্যে তো বিনিয়োগ আসছেই না ৷ এই অবস্থার বদল একমাত্র আনতে পারে বামেরাই ৷’ শুধু তাই নয়, সূর্য-র কথাতেও উঠে এল শালবনিতে ইস্পাত কারখানা তৈরির কথা ৷ মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করে সোজাসুজি সূর্য জানালেন, ‘শালবনিতে কোনও সিমেন্টা কারখানা নয়, ইস্পাত কারখানাই হবে ৷’ এমনকী, শিল্পের জন্য মমতার লন্ডন ও সিঙ্গাপুর ভ্রমণকেও সমালোচনা করতে ছাড়লেন না সূর্য ৷ মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করে এদিন সূর্যকান্ত বলেন, ‘ চিটফান্ড কেলেংকারির সব তথ্য রয়েছে ৷ কেউ ছাড় পাবে না ৷ ’
advertisement
সামনেই বিধানসভা নির্বাচন, জাঠার সভায় তাই সূর্যকান্ত মিশ্রর আদব-কায়দায় সংগঠিত হওয়ার আভাস পাওয়া গেল ৷ বামফ্রন্ট অনুরাগীদের উদ্দ্যেশে মঞ্চ থেকে তিনি বলে উঠলেন, ‘শুধু মন্ত্রী নয়, সরকার বদলাতে হবে ৷ বুথে বুথে সংগ্রাম কমিটি গড়ে তুলতে হবে ৷’ এদিন জাঠার সভার মঞ্চ থেকে বামফ্রন্টের একটাই স্লোগান, ‘বামপন্থী সব সংগঠন ঐক্যবদ্ধ হও ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাঠা শেষে শিল্প নিয়ে তৃণমূলকে কটাক্ষ সূর্যকান্তের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement