যাত্রী বিক্ষোভে উত্তপ্ত মেচেদা স্টেশন
Last Updated:
ভোররাতে যাত্রী বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল মেচেদা স্টেশন ৷ বৈধ টিকিট থাকা সত্ত্বেও টিটি ও রেল পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়া ও হেনস্থার অভিযোগ এনেছেন যাত্রীরা ৷
#মেচেদা: ভোররাতে যাত্রী বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল মেচেদা স্টেশন ৷ বৈধ টিকিট থাকা সত্ত্বেও টিটি ও রেল পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়া ও হেনস্থার অভিযোগ এনেছেন যাত্রীরা ৷ এই ঘটনায় রাতভোর মেচেদা স্টেশানে বিক্ষোভ দেখাতে থাকে যশবন্তপুর এক্সপ্রেসের ৭০ জন যাত্রী।
যাত্রীদের অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডিমারির ৭০ জন বাসিন্দা যশবন্তপুরে যাওয়ার জন্য যশবন্তপুর এক্সপ্রেসের ৭০টি টিকিট কাটেন। ১৯ তারিখ রাত ৮টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটির। সঠিক সময়ে পৌঁছাতে পারবেন কিনা এই সংশয়ে সময়ের অনেক আগে হাওড়া স্টেশনে চলে আসেন তাঁরা। সেখানে টিকিট পরীক্ষক তাদের ধরে এবং স্টেশনে ঢুকতে বাধা দেয় ৷ যাত্রীদের অভিযোগ, বহু বাগবিতণ্ডার পর প্রথমে টিটি ও রেলপুলিশ তাদের মারধর করে এবং পরে তাদের থেকে ৫ হাজার টাকা নেয়।
advertisement
এখানেই শেষ নয় ৷ ট্রেনে উঠলে ফের টিটি ও রেলপুলিশ তাদের কাছ থেকে আরও ৩ হাজার টাকা নেয়। ট্রেন যখন রাতে মেচেদা স্টেশনে প্রবেশ করে তখন ওই ৭০ জন যাত্রী নেমে ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে তাদের সরিয়ে ট্রেন ছেড়ে দিলে, মেচেদা স্টেশনের টিকিট কাউন্টারের সামনে সারারাত ধরে চলে বিক্ষুব্ধ যাত্রীদের বিক্ষোভ। পরে রেল আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ ওঠে ৷
advertisement
advertisement
গত শনিবারও এরকমই যাত্রী বিক্ষোভের ঘটনা ঘটে মালদহ স্টেশনে ৷ বিহারগামী কলকাতা-যোগবাণী এক্সপ্রেসে ছিনতাইয়ের ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল মালদহ টাউন স্টেশন ৷ চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় উত্তেজিত ট্রেন যাত্রীরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায় মালদহ স্টেশনে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে আরপিএফ ৷ লাঠির আঘাতে আহত হন বহু যাত্রী ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2016 12:06 PM IST