সাগরে ডায়েরিয়ায় আক্রান্ত প্রায় ১৫০
Last Updated:
জনস্বাস্থ্য কারিগরি দফতরের সরবরাহ করা জল খেয়ে সাগরে অসুস্থ হয়ে পড়ল প্রায় দেড়শো মানুষ।
#সাগর: জনস্বাস্থ্য কারিগরি দফতরের সরবরাহ করা জল খেয়ে সাগরে ডায়েরিয়ায় আক্রান্ত প্রায় দেড়শো মানুষ। এদের মধ্যে রয়েছে বেশ কিছু মহিলাও। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
এলাকাজুড়ে এতজন অসুস্থ হয়ে পড়ায় স্বাস্থ্য দফতরের তরফে এলাকায় ডাক্তারদের একটি দল পাঠানো হয় ৷ এলাকা ঘুরে দেখেন সাগরের বিধায়ক বঙ্কিম হাজরাও।
জানা গিয়েছে, রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের রুদ্রনগর, কমলপুর, এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এবং চন্ডীপুর এলাকার প্রায় ৭০ জন মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে কয়েকজনকে ছেড়ে দিলেও এখনও ভর্তি রয়েছেন অনেকেই।
advertisement
advertisement
রুদ্রনগরে ট্যাপের মাধ্যমে পানীয় জল সরবরাহ করে জনস্বাস্থ্য কারিগরি দফতর। দিন দু’বার সেই জল আসে। কমলপুর, চন্ডীপুরে রয়েছে পুরনো টিউবওয়েল। সবগুলিই পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ তাতে কিছু বিষক্রিয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে চিকিৎসা করাতে আসেননি এরকম আরও প্রায় ১০০ মানুষ রয়েছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2016 9:38 AM IST