লালগড়ে ধান কেনায় দুর্নীতির ঘটনায় ২ সমবায় সংস্থা কালো তালিকাভুক্ত

Last Updated:

লালগড়ে ধান কেনায় দুর্নীতির অভিযোগে দুটি সমবায় সংস্থাকে কালো তালিকাভুক্ত করল ৷ ওই দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, চাষীদের থেকে ধান কিনলেও, ধানের দাম বাবদ টাকা তারা দিচ্ছেন না ৷

#ঝাড়গ্রাম: লালগড়ে ধান কেনায় দুর্নীতির অভিযোগে দুটি সমবায় সংস্থাকে কালো তালিকাভুক্ত করল ৷ ওই দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, চাষীদের থেকে ধান কিনলেও, ধানের দাম বাবদ টাকা তারা দিচ্ছেন না ৷ অর্থাৎ ধান বিক্রি করে কোনও দামই পাননি লালগড়ের চাষীরা ৷
সরকারি দামে ধান বিক্রি করেছেন। কিন্তু এখনও টাকা পাননি জঙ্গলমহলের লালগড়ের বিস্তীর্ণ এলাকার ৬২ জন ধানচাষি। এই অভিযোগ আসে প্রশাসনের কাছে ৷ অভিযোগ পেয়ে পদক্ষেপ গ্রহণ করল সরকার ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার লালগড়ে যাচ্ছেন রাজ্যের প্রতিনিধি দল ৷
চাষীদের অভিযোগ, সরকারি সংস্থার নামে ধান কিনেছেন প্রশান্ত খান নামে এক ব্যক্তি ৷ অনেক খোঁজ করেও ধানচাষীরা। নতুন চাষ করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। পুরো ঘটনা জানতে ক্ষতিগ্রস্থ চাষী ও সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলবে রাজ্য প্রতিনিধি দলের আধিকারিকরা ৷ একই সঙ্গে কালো তালিকাভুক্ত দুই সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকারি সূত্রে খবর ৷
advertisement
advertisement
সর্বস্ব দিয়ে ধানচাষ করে বিপাকে লালগড়ের প্রায় ৫০-এরও বেশি ধানচাষী। সরকার তাদের কাছ থেকে ধান কেনার খবরে খুশি হয়েছিলেন তাঁরা। বিভিন্ন কৃষি উন্নয়ন সমিতির মাধ্যমে শুরু হয় ধান কেনা। পঞ্চায়েত প্রধানদের উপস্থিতিতে লালগড়ে কৃষকদের ধান কেনে পাইক অ্যাম্বি সমবায় কৃষি উন্নয়ন সমিতি। ওই সমিতির কর্মী বলে নিজেকে দাবি করা প্রশান্ত খান কৃষকদের কাছ থেকে প্রমাণ হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি সংক্রান্ত তথ্য নেন। ধানচাষীদের দাবি, এক সপ্তাহের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ওই ব্যক্তি।
advertisement
বিনপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন কৃষকরা। ধানচাষীরা যাতে সঠিক দাম পান, তার আশ্বাস দিয়েছেন বিনপুর ১ নং ব্লকের জয়েন্ট বিডিও। বর্ষার মরশুম, সময় চলে যাচ্ছে। কিন্তু টাকার অভাবে নতুন করে চাষের কাজে হাত দিতে পারছেন না ধানচাষীরা ৷ সমবায়ের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ায় খুশি চাষীরা ৷ কিন্তু তাদের এখন একটাই প্রশ্ন কবে পাওয়া যাবে ধানের দাম ?
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লালগড়ে ধান কেনায় দুর্নীতির ঘটনায় ২ সমবায় সংস্থা কালো তালিকাভুক্ত
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement