মোবাইল ও ফেসবুকে ব্যস্ত চিকিৎসক, গাফিলতিতে মৃত্যু প্রসূতির
Last Updated:
মোবাইল ও ফেসবুকে ব্যস্ত চিকিৎসক, গাফিলতিতে মৃত্যু প্রসূতির
#বর্ধমান: চিকিৎসায় গাফিলতির জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, রোগিনীর প্রয়োজনীয় চিকিৎসা ছেড়ে তাদের মন ছিল মোবাইলে ৷
প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল রুম্পা চক্রবর্তী নামে গর্ভবতী মহিলা ৷ অভিযোগ, প্রসূতির বারবার আবেদন সত্ত্বেও কান দেননি ডাক্তাররা। তাঁরা নাকি সেসময় ইয়ারফোনে গান শুনতে ও মোবাইলে ফেসবুকে ব্যস্ত ছিলেন। এগিয়ে আসেননি কোনও নার্সও ৷ রুম্পা চক্রবর্তী নামে ওই মহিলাকে মারধর করা হয় বলেও অভিযোগ তাঁর পরিবারের । শেষপর্যন্ত প্রসবের সময় মৃত্যু হয় তাঁর। ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 19, 2017 12:08 PM IST







