ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের ৷ বৃহস্পতিবার রাজনৈতিক হিংসা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি জানান, ‘সরকার কিছু পেটোয়া অফিসার নিয়োগ করছে ৷ যাতে সংঘর্ষ বাঁধে ৷ আমরাও সংঘর্ষের রাস্তা খুলে দিয়েছি ৷ সংঘর্ষের মাধ্যমেই জিতে আসতে চাই ৷ বিজেপি পিছিয়ে যাবে না, শেষপর্যন্ত লড়বে ৷’

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #মেদিনীপুর: ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের ৷ শাসক দলের মোকাবিলায় সংঘর্ষই পথ বলে নিদান বিজেপি রাজ্য সভাপতির। তৃণমূল নির্বাচনের ফল বেরনোর পর কর্মীদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। সে জন্য মুখ্যমন্ত্রীর শপথও বয়কট করেছে তারা। এই পরিস্থিতির মোকাবিলায় দিলীপ ঘোষের মন্তব্য, শাসক দলের সঙ্গে সংঘর্ষের মাধ্যমে বিজেপিকে এগোতে হবে।

    বৃহস্পতিবার রাজনৈতিক হিংসা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি জানান, ‘সরকার কিছু পেটোয়া অফিসার নিয়োগ করছে ৷ যাতে সংঘর্ষ বাঁধে ৷ আমরাও সংঘর্ষের রাস্তা খুলে দিয়েছি ৷ সংঘর্ষের মাধ্যমেই জিতে আসতে চাই ৷ বিজেপি পিছিয়ে যাবে না, শেষপর্যন্ত লড়বে ৷’

    ভারতী ঘোষকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘এতদিন উনি খেলেছিলেন আমরা দেখেছি ৷ এবার আমরা খেলব, উনি দেখবেন ৷ ’

    মেদিনীপুর আদালতে চত্বরে  সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় তিনি বলেন, ‘ওনাদের এটা পাওনা ছিল ৷ ৩৪ বছর যেভাবে সন্ত্রাস চালিয়েছে ৷ এটা তারই বহিঃপ্রকাশ ৷’

    First published:

    Tags: Bengali News, Controversial Comment, Dilip Ghosh, ETV News Bangla, বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের