বর্ধমানের জিটি রোডে ২ জায়গায় দুঃসহ ডাকাতি

বর্ধমান শহরের জিটি রোডের ওপর পরপর দুই জায়গায় ডাকাতির ঘটনা ঘটল। ৭ থেকে ৮ জনের দুষ্কৃতী হানায় আহত মোট চারজন নিরাপত্তারক্ষী। জিটি রোডের ওপর ভাঙাকুঠিতে একটি পেট্রোল পাম্প ও তার পাশেই খাগড়াগড়ে একটি গাড়ির শোরুমে ডাকাতি হয়।

  • Last Updated :
  • Share this:

    #বর্ধমান: বর্ধমান শহরের জিটি রোডের ওপর পরপর দুই জায়গায় ডাকাতির ঘটনা ঘটল। ৭ থেকে ৮ জনের দুষ্কৃতী হানায় আহত মোট চারজন নিরাপত্তারক্ষী। জিটি রোডের ওপর ভাঙাকুঠিতে একটি পেট্রোল পাম্প ও তার পাশেই খাগড়াগড়ে একটি গাড়ির শোরুমে ডাকাতি হয়।

    সোমবার ভোর তিনটে নাগাদ গাড়ির শো-রুমে হানা দেয় দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে গুলি চালায় দুষ্কৃতীরা। এতে ১ জন নিরাপত্তারক্ষী আহত হন। বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারা হয় আরও ১ নিরাপত্তারক্ষীকে। নিরাপত্তারক্ষীদের একটি বন্দুকও ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপর তারা হানা দেয় ভাঙাকুঠির পেট্রোল পাম্পে। সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালে পেট্রোল পাম্পের ১ নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হন। মারধরে আহত হন আরও ১ জন। পেট্রল পাম্প থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত চার নিরাপত্তারক্ষীকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে । যাওয়ার আগে পাম্পের সিসিটিভিও ভেঙে দিয়ে যায় দুষ্কৃতীরা। সোমবার ভোরেই সিঙ্গুরের এক পেট্রোল পাম্পে অস্ত্র দেখিয়ে প্রায় দু'লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা।

    First published:

    Tags: Dacoity, Dacoity at car showroom, Dacoity at Petrol Pump