#বর্ধমান: বর্ধমান শহরের জিটি রোডের ওপর পরপর দুই জায়গায় ডাকাতির ঘটনা ঘটল। ৭ থেকে ৮ জনের দুষ্কৃতী হানায় আহত মোট চারজন নিরাপত্তারক্ষী। জিটি রোডের ওপর ভাঙাকুঠিতে একটি পেট্রোল পাম্প ও তার পাশেই খাগড়াগড়ে একটি গাড়ির শোরুমে ডাকাতি হয়।
সোমবার ভোর তিনটে নাগাদ গাড়ির শো-রুমে হানা দেয় দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে গুলি চালায় দুষ্কৃতীরা। এতে ১ জন নিরাপত্তারক্ষী আহত হন। বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারা হয় আরও ১ নিরাপত্তারক্ষীকে। নিরাপত্তারক্ষীদের একটি বন্দুকও ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপর তারা হানা দেয় ভাঙাকুঠির পেট্রোল পাম্পে। সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালে পেট্রোল পাম্পের ১ নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হন। মারধরে আহত হন আরও ১ জন। পেট্রল পাম্প থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত চার নিরাপত্তারক্ষীকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে । যাওয়ার আগে পাম্পের সিসিটিভিও ভেঙে দিয়ে যায় দুষ্কৃতীরা। সোমবার ভোরেই সিঙ্গুরের এক পেট্রোল পাম্পে অস্ত্র দেখিয়ে প্রায় দু'লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dacoity, Dacoity at car showroom, Dacoity at Petrol Pump