পান্ডবেশ্বরে সিপিএমের প্রচার মিছিলে হামলা
Last Updated:
সিপিএমের প্রচার মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের লাউদেোহা থানা এলাকার ঘটনা।
#দুর্গাপুর: সিপিএমের প্রচার মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের লাউদেোহা থানা এলাকার ঘটনা।
আজ সকালে পান্ডবেশ্বর বিধানসভার লস্করবাঁধ এলাকায় মিছিল করছিলেন পান্ডবেশ্বর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। অভিযোগ, সেই সময় মিছিলের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লব ও সুশীল বাগদি নামে সিপিএমের দুই কর্মীকে পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে মাধাইপুরে রাস্তা অবরোধ করে সিপিএম। রাস্তার ওপর বসে পড়েন সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ও তাঁর কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে যায় দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2016 5:49 PM IST