‘কুৎসা করবেন না, ভাল করে দেখুন’,বাম কটাক্ষের জবাব মুখ্যমন্ত্রীর

Last Updated:

রাজ্যে শিল্পায়ন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কটাক্ষের কড়া জবাব দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে সিঙ্গুরে শিল্পায়ন নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। বীরভূমের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, ‘কুৎসা করবেন না। ভাল করে দেখুন।’

#কেঁন্দুলি: রাজ্যে শিল্পায়ন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কটাক্ষের কড়া জবাব দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে সিঙ্গুরে শিল্পায়ন নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। বীরভূমের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, ‘কুৎসা করবেন না। ভাল করে দেখুন।’
বছরের গোড়ায় বিশ্ব বঙ্গ সম্মেলনে বিপুল বিনিয়োগ এসেছে বলে দাবি রাজ্য সরকারের। বিরোধীদের দাবি, রাজ্যের শিল্প এক ইঞ্চিও এগোয়নি। এ নিয়ে চাপান উতোরের মাত্রা বাড়ছে।  সিঙ্গুরের সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়ন নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সরকারকে। সোমবার বীরভূমের কেঁন্দুলির সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব দিলেন আরও কড়া শব্দে।
advertisement
বুদ্ধদেবের আমলে সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় বাম সরকার। সেই জমির লড়াইয়ের ফলেই শেষমেশ বাম সরকারের পতন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জমিগ্রাসের কথা স্মরণ করিয়ে কৃষকের পাশে থাকার বার্তা বর্তমানের।
advertisement
সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে নানা উৎসব চলছে। একে অর্থের অপচয় বলে কটাক্ষ করেছে বামেরা। জবাবে গড়বেতার কঙ্কালকাণ্ডের প্রসঙ্গ টেনে আনলেন মমতা। মুখ্যমন্ত্রীর সরস প্রশ্ন, ‘ রাজ্যে কি কঙ্কালের উৎসব হবে?’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘কুৎসা করবেন না, ভাল করে দেখুন’,বাম কটাক্ষের জবাব মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement