নিজের কেন্দ্র নিজে চিনুন- পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র
Last Updated:
২০১১ তৃণমূলের বিপুল জয়ের মধ্যেও পাণ্ডবেশ্বর আসনটি জিতেছিল সিপিএম। গত পাঁচ বছরে এলাকায় উন্নয়নের কাজ তেমন হয়নি বলেই অভিযোগ ভোটারদের। বিধায়কের অভিযোগ, শাসক দলের বাধাতেই উন্নয়ন কাজে সমস্যা হয়েছে। ভোট বাজারে তৃণমূলের দাবি, বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের উপর থেকে আস্থা হারিয়েছেন পাণ্ডবেশ্বরের মানুষ।
#বর্ধমান:২০১১ তৃণমূলের বিপুল জয়ের মধ্যেও পাণ্ডবেশ্বর আসনটি জিতেছিল সিপিএম। গত পাঁচ বছরে এলাকায় উন্নয়নের কাজ তেমন হয়নি বলেই অভিযোগ ভোটারদের। বিধায়কের অভিযোগ, শাসক দলের বাধাতেই উন্নয়ন কাজে সমস্যা হয়েছে। ভোট বাজারে তৃণমূলের দাবি, বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের উপর থেকে আস্থা হারিয়েছেন পাণ্ডবেশ্বরের মানুষ।
বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা। একসময়ে বামেদের গড়। পালাবাদলের সময়ও এই কেন্দ্রে ক্ষমতা ধরে রেখেছিল সিপিএম। পাণ্ডবেশ্বর বিধানসভায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৫১৩ ৷ পাণ্ডবেশ্বর আর দুর্গাপুর-ফরিদপুর ব্লক নিয়ে তৈরি এই বিধানসভা ৷
শাসক দলের বাধার কারণেই এলাকার উন্নয়নে সমস্যা হয়েছে বলে দাবি বিধায়কের। তবে তার মধ্যেই বিধায়ক তহবিলের তিন কোটি টাকা খরচ করে এলাকার উন্নয়নের ঘটিয়েছেন বলে দাবি বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের ৷ তাঁর বিপক্ষে তৃণমূলের তরফে এবার দাঁড়িয়েছেন জিতেন তিওয়ারি আর এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন জিতেন চট্টোপাধ্যায় ৷ অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই ভোটের মুখে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় পাণ্ডবেশ্বর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2016 8:39 PM IST