শোকজের পরেও অবিচল অনুব্রত

Last Updated:

শোকজের পরেও একই অবিচল অনুব্রত মণ্ডল ৷ সাংবাদিকদের মুখ থেকে শোকজের কথা শুনে কমিশনের অভিযোগ অস্বীকার করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি ৷ জানালেন,‘কারও নামে বাজে কথা বলিনি’ ৷ ৷ একইসঙ্গে তাঁর বেপরোয়া জবাব, ‘শোকজের চিঠি এখনও হাতে পায়নি ৷ চিঠি এলে দলীয় কার্যালয়ে আসবে ৷ লেটার হেডে সই করা থাকে ৷ চিঠি পেলেই সময়ে উত্তর চলে যাবে ৷ ’

#বীরভূম: শোকজের পরেও একই অবিচল অনুব্রত মণ্ডল ৷ সাংবাদিকদের মুখ থেকে শোকজের কথা শুনে কমিশনের অভিযোগ অস্বীকার করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি ৷ জানালেন,‘কারও নামে বাজে কথা বলিনি’ ৷ ৷ একইসঙ্গে তাঁর বেপরোয়া জবাব, ‘শোকজের চিঠি এখনও হাতে পায়নি ৷ চিঠি এলে দলীয় কার্যালয়ে আসবে ৷ লেটার হেডে সই করা থাকে ৷ চিঠি পেলেই সময়ে উত্তর চলে যাবে ৷ ’
কমিশনের নির্দেশে শুক্রবার রাত থেকেই নজরবন্দি বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ বিভিন্ন সময় বিরোধী নেতাদের বিরুদ্ধে মন্তব্য করার জন্য শনিবার বিকেলে পুনরায় বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে শোকজ করে কমিশন ৷ বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অধীর চৌধুরী ও সূর্যকান্ত মিশ্রের মতো বিরোধী নেতাদের বিরুদ্ধে বির্তকিত মন্তব্যের জন্য অনুব্রতকে শোকজ করা হল বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ শনিবার বিকেল ৫টার মধ্যে জবাব তলব করেছে কমিশন ৷
advertisement
এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত চরিত্র বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ কমিশনের নির্দেশে শুক্রবার রাত থেকেই নজরবন্দি এই ক্ষমতাশালী তৃণমূল নেতা ৷ নজরবন্দি থেকেও স্বমহিমায় ‘দিদি’-এর প্রিয় ‘কেষ্ট’ ৷ শনিবার সকাল থেকেই নজরবন্দি অবস্থায় একের পর এক মিটিং করছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ নানুরের দলীয় কার্যালয়, সাঁইথিয়া, ময়ূরেশ্বর হয়ে নির্বাচন সংক্রান্ত দলীয় বৈঠক সারলেন তিনি ৷ এই পুরো সময় তার সঙ্গে ছিলেন একজন ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনী ৷
advertisement
advertisement
এদিন সকালে নানুর থেকে লাভপুর হয়ে সাঁইথিয়া যান অনুব্রত ৷ সমস্ত পার্টি অফিসে কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নির্বাচনী কাজকর্ম নিয়ে বিভিন্ন নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কর্মীদের মধ্যে গুড়-বাতাসাও বিলি করেন তিনি৷ কমিশনের নির্দেশ মতো তাঁর প্রতিটি গতিবিধির তারিখ ও সময় সহ ভিডিও রেকর্ডিং করছে কেন্দ্রীয় বাহিনী ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শোকজের পরেও অবিচল অনুব্রত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement