শুরু হল বিজেপির ১০ দিনের পদযাত্রা, নেই রাহুল

নারী নিগ্রহ, ধর্ষণ, নারী পাচারসহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ইস্যুকে সামনে রেখে শুরু হয়েছে কামদুনি থেকে কাকদ্বীপের উদ্দেশ্যে বিজেপির পদযাত্রা । নারী নিগ্রহ, ধর্ষণ, নারী পাচারসহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ইস্যুকে সামনে রেখে কামদুনি থেকে পদযাত্রা শুরু করেছে বিজেপি। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রুপা গঙ্গোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি সত্ত্বেও এই পদযাত্রায় অংশ নেননি বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷ রাহুল ছাড়াও পদযাত্রায় গরহাজির বিধায়ক শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নারী নিগ্রহ, ধর্ষণ, নারী পাচারসহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ইস্যুকে সামনে রেখে শুরু হয়েছে কামদুনি থেকে কাকদ্বীপের উদ্দেশ্যে বিজেপির পদযাত্রা । নারী নিগ্রহ, ধর্ষণ, নারী পাচারসহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ইস্যুকে সামনে রেখে কামদুনি থেকে পদযাত্রা শুরু করেছে বিজেপি। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রুপা গঙ্গোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি সত্ত্বেও এই পদযাত্রায় অংশ নেননি বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷ রাহুল ছাড়াও পদযাত্রায় গরহাজির বিধায়ক শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় ৷

    কামদুনি থেকে কাকদ্বীপ মোট ১২৫ কিলোমিটার রাস্তা বিজেপি পাড়ি দেবে ১০ দিনে। তবে তাদের এই কর্মসূচীর জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে নজর রেখে বিশেষ বিশেষ সময় পদযাত্রা বন্ধ থাকবে। বিধানসভা নির্বাচনের আগে জনমত তৈরি করতেই বিজেপির এই পদযাত্রা। বিজেপির অভিযোগ, তৃণমূলের জমানায় রাজ্য জুড়ে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে ৷ রাজ্যে নারী সুরক্ষার অবনতিকেই ইস্যু করে আসন্ন বিধানসভা নির্বাচনে এগোতে চাইছে বিজেপি ৷

    First published:

    Tags: BJP rally, Kailash Vijayvargiya, Kamduni, Woman security