South 24 Parganas News: ফের 'রয়্যাল' দর্শন, সুন্দরবনে চোখের সামনে বাঘ দেখে উচ্ছ্বসিত পর্যটকের দল

Last Updated:

সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘ দর্শনে উচ্ছ্বাস পর্যটকের মধ্যে

+
বাঘের

বাঘের দেখা

দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন, সুমন সাহা: সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘ দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকের দল। ক্যানিং থেকে ৩০ জনের একটি পর্যটক দল ১৩ তারিখ কৈখালী ঘাট থেকে নৌকায় চেপে সুন্দরবন যায়। একদিনের ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকদের জন্য অপেক্ষা করছিল সেই  বিশেষ মুহূর্ত। আজমল মারি ১১ নম্বর জঙ্গলের কাছে আচমকাই দেখা পায় রয়্যাল বেঙ্গল টাইগারের। নৌকায় বসেই জঙ্গলের ধারে বাঘের দেখা পেয়ে উত্তেজিত পর্যটকরা। নিমেষে মোবাইলবন্দি হয় সেই ছবি।
পর্যটকদের মতে, এই অভিজ্ঞতা তাঁদের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। বন দফতরের নিয়ম মেনে, নিরাপদ দূরত্ব বজায় রেখেই বাঘ দর্শন করা হয়। এই ঘটনায় ফের একবার সুন্দরবনের জীববৈচিত্র্য ও পর্যটন আকর্ষণের গুরুত্ব সামনে এল। বোটের মালিক বলেন, নৌকা নিয়ে কুলতলির কৈখালী থেকে বনি ক্যাম্প এলাকায় আসেন তিনি। সেখান থেকে সোমবার ফেরার পথে মৈপিঠের  বনবিবির থান এলাকায় বাঘ দেখা যায়। বাঘটি নদী সাঁতরে জঙ্গলে উঠছিল। বাঘ দেখতে পেয়ে পর্যটকরা খুব খুশি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ফের 'রয়্যাল' দর্শন, সুন্দরবনে চোখের সামনে বাঘ দেখে উচ্ছ্বসিত পর্যটকের দল
Next Article
advertisement
Satadru Dutta: শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের, মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই ! বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত কমিটি
শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের,মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই!
  • শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের

  • মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই !

  • বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত কমিটি

VIEW MORE
advertisement
advertisement