South 24 Parganas News: বন দফতরের সঙ্গে সচেতন পঞ্চায়েতও! ম্যানগ্রোভ বাড়ছে কুলতলীতে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, বিশেষ উদ্যোগ কুলতলী থানা, পিয়ালী বন দফতর ও কুলতলী পঞ্চায়েত সমিতির।
দক্ষিণ ২৪ পরগনা: ধ্বংস নয়, সৃষ্টির উদ্যোগ গ্রহণ কুলতলীর প্রশাসনিক আধিকারীকদের। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, বিশেষ উদ্যোগ কুলতলী থানা, পিয়ালী বন দফতর ও কুলতলী পঞ্চায়েত সমিতির। কয়েক শত গাছের চারা রোপণ করে বিশেষ বার্তা দিলেন তারা।
বারে বারে আমরা দেখেছি প্রাকৃতিক বিপর্যয় থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনবাসীদের রক্ষা করতে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ঝড়ের সম্মুখে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। যার জন্য আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পেরেছি। আর সেই ম্যানগ্রোভ জঙ্গল দিনের পর দিন ধ্বংস করা হচ্ছে। কোথাও বা মাছের ভেড়ি কোথাও বা বসতবাড়ি কোথাও বা রাস্তাঘাট বানাতে অসংখ্য অসংখ্য গাছও কাটতে হচ্ছে। জঙ্গল সংলগ্ন কিছু মানুষ জ্বালানি কাঠ হিসাবে কিম্বা সবজি বাগানের মাচা করতে, অচিরে ধ্বংস হতে চলেছে ম্যানগ্রোভ অরণ্য।
advertisement
advertisement
আগামীতে এই অরণ্য যাতে সুরক্ষিত থাকে এবং বেশি বেশি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল কুলতলীর কৈখালী পর্যটন কেন্দ্রের আশ পাশে কয়েকশত গাছের চারা বসিয়ে বিশেষ বার্তা দিলেন তারা। আগামীতে সারা বাংলা জুড়ে এমনই ভাবে মানুষ জন এমনই উদ্যোগ গ্রহণ করুক। বিশেষ করে ভূমিক্ষয় রোধে গাছের ক্ষমতা অপরিসীম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আমাদের দৈনন্দিন জীবনে আসবার পত্র তৈরি করতে যেমন গাছের প্রয়োজন তেমনি পরিবেশকে সুস্থ সুন্দর রাখতে গাছের অবদান অপরিসীম। একটি গাছ একটি প্রাণ এই বাক্যকে স্মরণ করে গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর আহ্বান জানালেন কুলতলির একাধিক প্রশাসনিক আধিকারিক।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বন দফতরের সঙ্গে সচেতন পঞ্চায়েতও! ম্যানগ্রোভ বাড়ছে কুলতলীতে