Solid Waste Management Processing Unit: মহিলাদের জন্য দারুণ খবর! হাতে আসবে আরও টাকা! সরকারি উদ্যোগে সুস্থ থাকবে পরিবেশ, নতুন করে মিলবে কাজের সুযোগ

Last Updated:

রিবেশ সচেতনতা এবং জীবিকার এক সুন্দর মেলবন্ধন ঘটল এই কেন্দ্রের মাধ্যমে

+
সোনারপুরে

সোনারপুরে বর্জ্য প্রক্রিয়াকরণ কাজ চলছে 

দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর ব্লকের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উদ্বোধন হল, তৈরি হল প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাটাগাছিতে গড়ে উঠল এই কেন্দ্র, যা এই ব্লকের মধ্যে প্রথম। শুধু সোনারপুর নয়, পাশাপাশি জয়নগর এক ও জয়নগর দুই নম্বর ব্লকের প্লাস্টিক বর্জ্যও এখানে প্রক্রিয়াকরণ করা হবে। এই কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমার মহকুমাশাসক, সোনারপুর দক্ষিণের বিধায়ক ও সোনারপুর উত্তরের বিধায়ক।
পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত জরুরি এবং সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হতে হবে। প্রায় ২৩ কাঠা জমির উপর গড়ে ওঠা এই প্রকল্পে কাজ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রথম ধাপে পরিকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। সম্পূর্ণ কেন্দ্রটি গড়ে তুলতে আনুমানিক ৩২ লক্ষ টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে।
advertisement
advertisement
কেন্দ্রটি চালু হলে বৃহত্তর এলাকার প্লাস্টিক বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াকরণ করে পরিবেশকে রক্ষা করা সম্ভব হবে। সরকারি উদ্যোগে প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি সাধারণ মানুষকেও এতে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। অনেকেই নিজেদের উদ্যোগে প্লাস্টিক সংগ্রহ করে কেন্দ্রে জমা দেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনই স্থানীয় মহিলাদের কর্মসংস্থানও তৈরি হবে। পরিবেশ সচেতনতা এবং জীবিকার এক সুন্দর মেলবন্ধন ঘটল এই কেন্দ্রের মাধ্যমে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Solid Waste Management Processing Unit: মহিলাদের জন্য দারুণ খবর! হাতে আসবে আরও টাকা! সরকারি উদ্যোগে সুস্থ থাকবে পরিবেশ, নতুন করে মিলবে কাজের সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement