South 24 Parganas News: পানীয় জলের সংকটে জেরবার মানুষ! পড়ে থেকে নষ্ট হচ্ছে জলের ট্যাঙ্ক
- Published by:Madhab Das
- hyperlocal
Last Updated:
South 24 Parganas News: পানীয় জলের সংকটে এলাকার মানুষ, নির্বিকার পঞ্চায়েত, পড়ে নষ্ট হচ্ছে পানীয় জল সরবরাহের ট্যাংক ও ট্রাক্টর
বারুইপুর: পানীয় জলের সংকটে এলাকার মানুষ, নির্বিকার পঞ্চায়েত, পড়ে নষ্ট হচ্ছে পানীয় জল সরবরাহের ট্যাঙ্ক ও ট্রাক্টর। এমনই চিত্র ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভার শংকর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যেখানে নোড় ও বলবলিয়া এলাকায় পানীয় জলের ভয়াবহ সমস্যা রয়েছে। এলাকায় বুস্টার পাম্পের কাজ সম্পন্ন হলেও ১১০০০ ভোল্টের বিদ্যুৎ সংযোগে স্থানীয় কিছু সমস্যার জন্য চালু করা সম্ভব হয়নি।
দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকায় পানীয় জলের সমস্যার প্রধান কারণ হিসেবে স্থানীয়রা জানাচ্ছেন, গরমে এলাকার মাটির নিচে জলের লেয়ার অনেকটাই নিচে নেমে যায়। যার জেরে সাধারণ হ্যান্ড পাম্প কলগুলি থেকে জল পাওয়া যাচ্ছে না। গুটিকয়েক মানুষ যারা আর্থিকভাবে সম্পন্ন, তারা বাড়িতে সাবমার্সাবল বসিয়ে নিয়েছেন। কিন্তু এলাকার বেশিরভাগ পরিবার কয়েক কিলোমিটার দূরের গোচরণ এলাকার পিএইচই (PHE) র ফাটা পাইপের জল সংগ্রহ করে দিন গুজরাণ করছেন। কেউবা পয়সা দিয়ে জল কিনে খাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: পুকুরে সাঁতার কাটছিল ৮ ফুটের মহিলা কুমির! দেখেই ‘থ’ বাসিন্দারা! পুরোটা শুনলে কাঁটা দেবে গায়ে
advertisement
এলাকায় পানীয় জলের সমস্যার কথা ভেবে তা সমাধানের জন্যই ২০২১-২২ অর্থবর্ষে স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিধায়ক তহবিল থেকে একটি জলের ট্যাঙ্ক ও বহন করার জন্য ট্রাক্টর দেওয়া হয়েছিল শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতকে। যদিও কোন এক অজানা কারণে সে জলের ট্যাঙ্ক ও ট্রাক্টর পড়ে রয়েছে রাস্তার ধারে, যা আগাছায় ঢেকে গিয়েছে। প্রশ্ন উঠেছে শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নোড় ও বলবলিয়া এলাকায় চরম পানীয় জলের সংকট থাকা সত্ত্বেও কেন বিধায়কের দেওয়া পানীয় জলের ট্যাংক ও ট্রাক্টর ব্যবহার করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেন ওই এলাকার গরিব মানুষদের দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে, কাউকে বা টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার তারা পঞ্চায়েত কে জানিয়েছে, কিন্তু কোন সুরাহা হয়নি। বিধায়ক জানান, বিদ্যুৎ সংযোগ নিয়ে একটা সমস্যার কারণে বুস্টার পাম্প চালু করাতে বিলম্ব হচ্ছে। অতি সত্ত্বর বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও তার বিধায়ক তহবিল থেকে দেওয়া পানীয় জলের ট্যাঙ্ক ও ট্রাক্টর ব্যবহার না করে ফেলে রাখা হয়েছে কেন সে বিষয়েও তিনি খোঁজ করবেন বলে জানান।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 01, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পানীয় জলের সংকটে জেরবার মানুষ! পড়ে থেকে নষ্ট হচ্ছে জলের ট্যাঙ্ক







