এ কী করছেন রেশন ডিলার? খাদ্য দফতরের আধিকারিকরা আচমকা এসে পড়তেই বেসামাল পরিস্থিতি! তার পর?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Ration Dealer: এবার কিছু রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনায়। ইতিমধ্যে এ নিয়ে প্রায় ১২০ জনকে শোকজ করা হয়েছে। যা নিয়ে জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
দক্ষিণ ২৪ পরগনা: এবার কিছু রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনায়। ইতিমধ্যে এ নিয়ে প্রায় ১২০ জনকে শোকজ করা হয়েছে। যা নিয়ে জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
ওই রেশন ডিলারদের বিরুদ্ধে ওজন মেশিনের সঙ্গে ই-পস যন্ত্র যুক্ত না করেই গ্রাহকদের খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর এই ধরণের অভিযোগ পেয়েই একাধিক জায়গায় খাদ্যবিভাগের আধিকারিকরা আচমকা পরিদর্শন করছেন।
advertisement
advertisement
ঘটনায় কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে ওই ডিলারদের। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ করা হবে। নিয়ম অনুযায়ী, গ্রাহকদের রেশনের খাদ্যসামগ্রী দেওয়ার সময় ওজন মেশিনের সঙ্গে ই-পস যন্ত্র সংযুক্ত রাখা বাধ্যতামূলক।
advertisement
একজন রেশন ডিলার সঠিক পরিমাণ চাল, ডাল ইত্যাদি সামগ্রী দিয়ে টাকা নিচ্ছেন কি না, সেটা ওই মেশিনে দেখা যায়। কিন্তু সেটা যুক্ত না করার ফলে আদৌ সংশ্লিষ্ট রেশন ডিলার পরিমাণমত সামগ্রী দিচ্ছেন কি না, তা বোঝা কঠিন হয়ে পড়েছিল।
এরকম ডিলারের সংখ্যা আলিপুর মহকুমায় সেটা বেশি। সেজন্য এঁদের প্রত্যেককে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক কারণ না দেখাতে পারলে রেশন ডিলারদের বরখাস্ত করা থেকে লাইসেন্স বাতিলের সম্ভাবনা রয়েছে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 3:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ কী করছেন রেশন ডিলার? খাদ্য দফতরের আধিকারিকরা আচমকা এসে পড়তেই বেসামাল পরিস্থিতি! তার পর?