South 24 Parganas News: অশান্ত সমুদ্র! সাগরে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল ৩ টি ট্রলার, আহত ২
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
সাগরে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল ৩ টি ট্রলার। এই ঘটনায় দুই মৎস্যজীবী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় এই ঘটনা ঘটেছে।
গঙ্গাসাগর: সাগরে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল ৩ টি ট্রলার। এই ঘটনায় দুই মৎস্যজীবী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় এই ঘটনা ঘটেছে। সাগরের বেগুয়াখালিতে উত্তাল সমুদ্রের জেরে মৎস্যজীবীদের ট্রলার বোল্ডারে ধাক্কা মারে। যার জেরে পাটাতন ফুটো হয়ে জল ঢোকে ট্রলারটিতে।
আরও পড়ুনঃ শ্যালিকার কথাতেই চলে স্কুল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অভিভাবকদের
অন্যদিকে জম্বুদ্বীপের কাছে এফবি বাবা মল্লেশ্বর নামের একটি ট্রলার দুর্ঘটনাগ্রস্থ হয়। এই ট্রলারে ১৯ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলারটিতে লাইফ জ্যাকেট থাকায় সমস্ত মৎস্যজীবীরাই সমুদ্রে ভাসতে থাকে। এরপর কাছে থাকা অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ওই ট্রলারের সকল মৎস্যজীবী সুস্থ আছেন।
advertisement
advertisement
তবে, সাগরের বেগুয়াখালির মৎস্যজীবীদের যখন সমুদ্রতটে আনা হয় তখন দেখা যায় তাদের মধ্যে ২ জন গুরুতর আহত অবস্থায় ছিলেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ণিমার ভরা কোটাল ও আবহাওয়া খারাপ থাকার কারণে এই ঘটনা ঘটেছে। যদিও আবহাওয়া খারাপ থাকার সতর্কীকরণ দেওয়া সত্বেও কিভাবে মৎস্যজীবীরা সমুদ্রে গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রাশাসনিক ভাবে এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 22, 2024 1:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: অশান্ত সমুদ্র! সাগরে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল ৩ টি ট্রলার, আহত ২








