South 24 Parganas News: অশান্ত সমুদ্র! সাগরে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল ৩ টি ট্রলার, আহত ২

Last Updated:

সাগরে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল ৩ টি ট্রলার। এই ঘটনায় দুই মৎস্যজীবী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় এই ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাগ্রস্থ ট্রলার 
দুর্ঘটনাগ্রস্থ ট্রলার 
গঙ্গাসাগর: সাগরে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল ৩ টি ট্রলার। এই ঘটনায় দুই মৎস্যজীবী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় এই ঘটনা ঘটেছে। সাগরের বেগুয়াখালিতে উত্তাল সমুদ্রের জেরে মৎস্যজীবীদের ট্রলার বোল্ডারে ধাক্কা মারে। যার জেরে পাটাতন ফুটো হয়ে জল ঢোকে ট্রলারটিতে।
আরও পড়ুনঃ শ্যালিকার কথাতেই চলে স্কুল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অভিভাবকদের
অন্যদিকে জম্বুদ্বীপের কাছে এফবি বাবা মল্লেশ্বর নামের একটি ট্রলার দুর্ঘটনাগ্রস্থ হয়। এই ট্রলারে ১৯ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলারটিতে লাইফ জ্যাকেট থাকায় সমস্ত মৎস্যজীবীরাই সমুদ্রে ভাসতে থাকে। এরপর কাছে থাকা অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ওই ট্রলারের সকল মৎস্যজীবী সুস্থ আছেন।
advertisement
advertisement
তবে, সাগরের বেগুয়াখালির মৎস্যজীবীদের যখন সমুদ্রতটে আনা হয় তখন দেখা যায় তাদের মধ্যে ২ জন গুরুতর আহত অবস্থায় ছিলেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ণিমার ভরা কোটাল ও আবহাওয়া খারাপ থাকার কারণে এই ঘটনা ঘটেছে। যদিও আবহাওয়া খারাপ থাকার সতর্কীকরণ দেওয়া সত্বেও কিভাবে মৎস্যজীবীরা সমুদ্রে গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রাশাসনিক ভাবে এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: অশান্ত সমুদ্র! সাগরে ঢেউয়ের ধাক্কায় উলটে গেল ৩ টি ট্রলার, আহত ২
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement