South 24 Parganas News: শ্বশুর-শাশুড়িকে খু*নের চেষ্টা! ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কো*প, কুলতলিতে গ্রেফতার 'গুণধর' জামাই

Last Updated:

South 24 Parganas News: গতকাল রাতে হঠাৎ শ্বশুরবাড়িতে হাজির হন কালিদাস। সুস্মিতার চিৎকারে তাঁর বাবা-মা ছুটে এলে তাঁদের উপর চড়াও হয় সে। ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর-শাশুড়িকে এলোপাথাড়ি কোপ দিতে শুরু করে জামাই।

কুলতলি থানা
কুলতলি থানা
কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টা জামাইয়ের। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। আহত শ্বশুর-শাশুড়িকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যাচ্ছে, মাস সাতেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন কুলতলির শ্যামনগর এলাকা নিবাসী জগদীশ দাসের মেয়ে সুস্মিতা দাস। কুলতলিরই দেউলবাড়ি এলাকার কালিদাস নস্করের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে প্রতিনিয়ত অশান্তি হওয়ার কারণে সুস্মিতা স্বামীর বাড়ি ছেড়ে বাপেরবাড়িতে থাকতে শুরু করেন।
আরও পড়ুনঃ খাবারের সন্ধানে বাড়ির উঠোনে দাঁতাল হাতি! দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা, দিনেদুপুরে ভয়ানক ঘটনা
গতকাল রাতে হঠাৎ শ্বশুরবাড়িতে হাজির হন কালিদাস। সুস্মিতার চিৎকারে তাঁর বাবা-মা ছুটে এলে তাঁদের উপর চড়াও হয় সে। ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর-শাশুড়িকে এলোপাথাড়ি কোপ দিতে শুরু করেন ওই ব্যক্তি। এরপর সুস্মিতার মা-বাবার আর্তনাদে প্রতিবেশীরা বেরিয়ে এসে কালিদাসকে ধরে ফেলেন।
advertisement
advertisement
পাড়া প্রতিবেশীরা কালিদাসকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তাঁরা সেখান থেকে কালিদাসকে আটক করে। সেই সঙ্গেই সুস্মিতার মা-বাবাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাঁদের কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যায় কুলতলি থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শ্বশুর-শাশুড়িকে খু*নের চেষ্টা! ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কো*প, কুলতলিতে গ্রেফতার 'গুণধর' জামাই
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement