#ফ্রেজারগঞ্জ: দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে বিশাল আকৃতির সফিশ ( হাঙরের একটি প্রজাতি) উদ্ধার হল। মঙ্গলবার বন্দরের জেটির নীচে মৃত অবস্থায় ভাসতে দেখেন মৎস্যজীবীরা। এরপরই খবর দেওয়া হয় বনদফতরের বকখালি রেঞ্জের কর্মীদের।
বনকর্মীরা এসে ওই প্রাণীটিকে উদ্ধার করে। বিরল প্রজাতির এই হাঙর দেখার জন্য ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে মানুষ ভিড় করেছিল। বনকর্মীরা মনে করছেন, গভীর সমুদ্রে কোন বড় জাহাজ কিংবা ট্রলারের ধাক্কা খেয়েছিল এই প্রাাণীটি। এরপরই সেটি খাঁড়ি এলাকায় চলে আসে।
আরও পড়ুন - Malaika Arora Viral Video: পরনে কি কোনও কাপড়ই নেই, মালাইকার নিতম্বেই চোখ আটকে বৃদ্ধের, ভাইরাল ভিডিওদক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল বলেন, বিলুপ্তপ্রায় এই প্রাণীর দৈর্ঘ ২.৭০ মিটার এবং ৫০ কেজি ওজন। বকখালি রেঞ্জের অফিসে মৃত হাঙরের ময়নাতদন্ত করা হয়।
Biswajit Halderনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shark, South 24 Parganas