Massive Fire Incident: ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই মৌসুনি দ্বীপের টুরিস্ট কটেজ
- Reported by:Nawab Ayatulla Mallick
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Massive Fire Incident: মৌসুনি দ্বীপের টুরিস্ট কটেজে লাগল আগুন। আগুনের তীব্রতায় পুড়ে ছাই হয়ে গিয়েছে কটেজটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নামখানা: মৌসুনি দ্বীপের টুরিস্ট কটেজে লাগল আগুন। আগুনের তীব্রতায় পুড়ে ছাই হয়ে গিয়েছে কটেজটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কটেজটিতে সেসময় কোনও পর্যটক ছিল না। ফলে বিপদ এড়ানো গিয়েছে। প্রথমে টুরিস্ট কটেজটিতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা।
কিছু করার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় । স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে ঐ কটেজে কোনও পর্যটক ছিলেন না বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
পর্যটক না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে পুজোর ঠিক আগে কিভাবে এই ঘটনা ঘটেছে তা ভাবাচ্ছে সকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
advertisement
আগুন লেগে যাওয়ার পর টুরিস্ট লজের মধ্যে থাকা একটি গ্যাস সিলিন্ডার আগুনে পুড়ে ফেটে যায়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে পর্যটক না থাকায় এ যাত্রায় রক্ষা মিলেছে বলে মত সকলের।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2024 12:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Massive Fire Incident: ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই মৌসুনি দ্বীপের টুরিস্ট কটেজ










