South 24 Parganas News: মাত্র ৬২ দিনে যা হল পশ্চিমবঙ্গে, নজিরবিহীন! গোটা দেশও এবার এই পথেই হাঁটবে

Last Updated:

South 24 Parganas News: শুক্রবার ধর্ষণ ও খুনের দায়ে মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

+
গ্রামের

গ্রামের প্রতিবাদের সেই ছবি

দক্ষিণ ২৪ পরগনা: ৬২দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কৃপাখালি এলাকায় বছর ন’য়েকের এক বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় ধৃত মোস্তাকিন সর্দারকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় দোষী সব্যস্ত করেন। শুক্রবার ধর্ষণ ও খুনের দায়ে মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
ঘটনার ৬২ দিনের মাথায় এই রায় দেওয়া হল ভারতীয় ন্যায় সংহিতার ১০৩, ৬৬ ধারা ও পকসো ৬ ধারায়। মৃত্যুদণ্ড দেওয়া হয় মোস্তাকিন সরদারকে। দু’মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন কৃপাখালির গ্রামবাসীরা ও নির্যাতিতার বাবা-মা।
advertisement
advertisement
পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ বরাবরই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছিলেন। এলাকায় বেশ কয়েকদিন ধরে ফাঁসির দাবিতে প্রতিবাদ করতে দেখা গেছে গ্রামবাসীদের। এমন কি দেহ আটকেও প্রতিবাদ সামিল হয়েছেন গ্রামের বাসিন্দারা। আর এই রায়ে পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা আনন্দিত। কারণ প্রকৃত দোষীর ফাঁসির সাজা হয়েছে।
গত ৪ অক্টোবর সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফিরছিল ওই বালিকা। সেই সময়েই মোস্তাকিন তাকে সাইকেলে তুলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধ করে খুনও করে সে। নাবালিকা নির্যাতিতার বাবা মা বলেন, ”আমরা অত্যন্ত খুশি। প্রশাসনের উপর আমাদের আস্থা ছিল। সঠিক বিচার আমরা পাব। এখন দেখার বিষয় কবে তার ফাঁসি হয়, যতদিন না ফাঁসি হয় আমার মেয়ের আত্মা শান্তি পাবে না।”
advertisement
—-সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাত্র ৬২ দিনে যা হল পশ্চিমবঙ্গে, নজিরবিহীন! গোটা দেশও এবার এই পথেই হাঁটবে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement