South 24 Parganas News: বেপরোয়া গতির বলি, লরির ধাক্কায় ছিটকে গেল তিন যুবক! একঝটকায় নিভল তরুণের প্রাণ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas News: গঙ্গাসাগরে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ২। লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। সকলেই বাইক আরোহী।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ২। লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। মৃত ও আহতরা সকলেই বাইক আরোহী। ঘটনার পর গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত মিশন রোডে দ্রুত ছুটে যায় পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা এক যুবককে মৃত বলে ঘোষণা করেন এবং অপর দুই যুবককে গুরুতর আহত অবস্থায় স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম সমীর দিন্ডা, বাড়ি সাগরের পুরুষোত্তমপুর। বাকি দুই যুবকের নাম অমিত সাঁতরা ও বিকাশ মাইতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার পর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
আরও পড়ুন : সংস্কারের দাবিতে পথ অবরোধ, আটকে পড়া লরি চালকদের জন্য মহাভোজ! রাস্তায় খিচুড়ি রান্না গ্রামবাসীদের
advertisement
বাইকটি অত্যধিক গতিতে চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তাছাড়া এক বাইকে তিনজন আরোহী ও মাথায় হেলমেট না পড়ার তথ্যও উঠে আসছে। অতিরিক্ত গতি থাকার জন্য বাইকের নিয়ন্ত্রণ হারান চালক। এই কথা প্রাথমিকভাবে উঠে আসছে। তবে লরিটি ভুল লেনে চলছিল কিনা সেই দিকটিও দেখছে পুলিশ। গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আশেপাশে থাকা সিসিটিভিও খতিয়ে দেখা হচ্ছে। বাইক ও লরি কোথা থেকে বের হয়েছে, সেই দিকটিও দেখা হচ্ছে। এই ঘটনায় একজন মারা গেলেও বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক। লরিচালককে খুঁজছে পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। ভয়াবহ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃত যুবকের দেহ ময়নাতদন্ত করে তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 22, 2025 2:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বেপরোয়া গতির বলি, লরির ধাক্কায় ছিটকে গেল তিন যুবক! একঝটকায় নিভল তরুণের প্রাণ

