South 24 Parganas News: ওঁরা কখন ফিরবে, আকূল চোখে নদীর পারে বসে, ১৩ জেলেকে নিয়ে নিখোঁজ ট্রলার, ঘনীভূত রহস্য

Last Updated:

South 24 Parganas News: ১৩ মৎস্যজীবী সহ মাঝ সমুদ্র থেকে গায়েব ট্রলার! রহস্য ঘনাচ্ছে উপকূলে

+
প্রতিকী

প্রতিকী ছবি

রায়দিঘি: সমুদ্র থেকে মাছ ধরে একের পর এক ট্রলার ফিরছে ঘাটে। কিন্তু দেখা নেই এফ বি মাতৃ আশিষ নামের এক ট্রলারের। ট্রলারটি গেল কোথায় তা নিয়ে উঠেছে প্রশ্ন। সোমবার সন্ধ্যার পর থেকে ট্রলারটির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ১৫ ই জুন অন্যান্য ট্রলারের সঙ্গেই গভীর সমুদ্রে ১৩ জন মৎস্যজীবীকে নিয়ে রায়দিঘি জেটি ঘাট থেকে মাছ ধরতে বের হয়েছিল ওই ট্রলারটি।
প্রথমে সবকিছু ঠিক থাকলেও পরে ওই ট্রলারের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অন্য ট্রলারগুলি যখন ফিরতে শুরু করে তখন ট্রলারটির মালিক সুকমল পয়রা ভেবেছিলেন হয়ত ওই ট্রলারটিও ফিরে আসবে। কিন্তু সময় যত এগিয়ে যায় ট্রলারটি আর ফিরে আসেনি। এদিকে ট্রলার সহ মৎস্যজীবীদের চিন্তায় জেটি ঘাটে পায়চারি করছেন সুকমল বাবু। কখনও বসে পড়ছেন ঘাটেই। করুন নয়নে চেয়ে আছেন কখন ফিরবেন তাঁরা।
advertisement
advertisement
ইতিমধ্যে মৎস্যজীবী সংগঠনে বিষয়টি জানানো হয়েছে। তারাও তাদের মত করে খোঁজ চালাচ্ছে। খবর দেওয়া হয়েছে কোস্টগার্ডেও।
সবদিক থেকেই মিসিং ট্রলারটির খোঁজ চলছে বলছে জানিয়েছেন রায়দিঘির মৎস্যজীবী সংগঠনের সভাপতি অলোক হালদার। তিনি আবার ট্রলারটি ডাকাতের হাতে পড়েছে কিনা সেই সন্দেহ করছেন। অনেক সময়ট্রলার বাংলাদেশে দিকে চলে যায় সে ক্ষেত্রে সে দেস থেকে খবর দেওয়া হয়। বাংলাদেশ থেকেও কোন খবর না আসায়এই সব জল্পনা নিয়েইট্রলারটির কি হল সেই চিন্তাই এখন করছেন সকলে।
advertisement
Nawab Mullick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ওঁরা কখন ফিরবে, আকূল চোখে নদীর পারে বসে, ১৩ জেলেকে নিয়ে নিখোঁজ ট্রলার, ঘনীভূত রহস্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement