AI Research Assistance: সহযোগীর ভূমিকায় এআই! যাদবপুর বিশ্ববিদ্যালয় দিল নয়া চমক, কাজ সহজ হবে গবেষকদের

Last Updated:

AI Research Assistance: কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গবেষণা প্ল্যাটফর্ম রিসার্চারনেটের উদ্বোধন হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণার কাজে মিলবে বহু সুবিধা।

গবেষণার সহযোগী এআই প্ল্যাটফর্ম চালু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
গবেষণার সহযোগী এআই প্ল্যাটফর্ম চালু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
দক্ষিণ ২৪ পরগনা, যাদবপুর সুমন সাহা: বর্তমানে এআই নির্ভর হচ্ছে নতুন যুগের প্রযুক্তি। সেই কথা মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গবেষণা প্ল্যাটফর্ম রিসার্চারনেটের উদ্বোধন হয়ে গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন ভারতের প্রথম সম্পূর্ণ AI-চালিত সহযোগী গবেষণা প্ল্যাটফর্ম “রিসার্চারনেট” এর উদ্বোধন করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি দফতরের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। এছাড়া উপস্থিত ছিলেন আইএসআই-এর অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইসির সভাপতি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকারা। এই প্ল্যাটফর্মটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে। গবেষকদের ৪০% সময় প্রশাসনিক কাজে নষ্ট হয়ে যায়। তাই রিসার্চারনেট সহযোগিতা, AI- চালিত গবেষণা সহায়তা এবং প্রকাশনা ব্যবস্থাপনাকে একটি একীভূত সমাধানে সংযুক্ত করেছে।
advertisement
advertisement
এদিন SVIST-এর ডিন সন্দীপ দত্ত বলেন, “রিসার্চারনেট গবেষকদের কাজের পদ্ধতি পরিবর্তন করছে। আমরা একাধিক সরঞ্জাম ব্যবহারের জটিলতা দূর করেছি। এখন গবেষকরা যা গুরুত্বপূর্ণ, তাতে মনোনিবেশ করতে পারবেন।” ডিব্র ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ডঃ আসফাক আলী বলেন, আমাদের AI গবেষণা বোঝে। এটি জ্ঞানের ফাঁক চিহ্নিত করে। সহযোগীদের পরামর্শ দেয়। জার্নালের সুপারিশ করে এবং এমনকি প্রকল্পের ফলাফলের পূর্বাভাসও দেয়। আমরা গবেষণা বুদ্ধিমত্তা সবার জন্য সহজলভ্য করছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, রিয়েল-টাইম সহযোগিতা এবং ভিডিও কনফারেন্সিং সহ একীভূত কর্মস্থান। গবেষণা নথি বোঝার জন্য “Chat with Paper” AI। এছাড়াও অনাবিষ্কৃত ক্ষেত্র খুঁজে পেতে রয়েছে স্মার্ট গবেষণা ফাঁক বিশ্লেষণ। আগ্রহ এবং দক্ষতার ভিত্তিতে সহযোগী ম্যাচিং। সম্মেলন এবং জার্নাল সুপারিশ। একীভূত চুরি সনাক্তকরণ সহ আরও অনেক সুবিধা রয়েছে এই নতুন প্ল্যাটফর্মে। এদিন এই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গবেষণা প্ল্যাটফর্ম রিসার্চারনেট পথ চলা শুরু করল। আর এই গবেষণা ছাত্র ছাএীদের পাশাপাশি বর্তমান প্রজন্মের বহু মানুষের কাজে লাগবে বলে দাবি করেন গবেষকরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AI Research Assistance: সহযোগীর ভূমিকায় এআই! যাদবপুর বিশ্ববিদ্যালয় দিল নয়া চমক, কাজ সহজ হবে গবেষকদের
Next Article
advertisement
FIFA World Cup 2026 Groups: চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ, সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা? দেখে নিন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ: সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?
  • চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ

  • সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?

  • দেখে নিন একনজরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ বিন্যাস

VIEW MORE
advertisement
advertisement