অনেক হল অবহেলা, বঞ্চনা, আর নয়...! মেয়েদের বুঝিয়ে দিল এই স্কুল, পুরো গল্প শুনলে আপনিও কুর্নিশ জানাবেন

Last Updated:

কন্যা ভ্রুণ হত্যা রোধ, বাল্যবিবাহ, নারী পাচার, ডেঙ্গু-ম্যালেরিয়া সহ নানা পতঙ্গবাহিত রোগ ও সোশ্যাল মিডিয়ার সচেতন ব্যবহার এই সব বিষয়েই ছাত্রীদের অবহিত করা হয় এই শিবিরে।

+
স্কুলে

স্কুলে চলছে সচেতনতা

দক্ষিণ ২৪ পরগনা: সমাজকে সচেতন করতে আবারও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ সোনারপুর ব্লকে। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাঙ্গুর করুনাময়ী গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতা শিবির। কন্যা ভ্রুণ হত্যা রোধ, বাল্যবিবাহ, নারী পাচার, ডেঙ্গু-ম্যালেরিয়া সহ নানা পতঙ্গবাহিত রোগ ও সোশ্যাল মিডিয়ার সচেতন ব্যবহার এই সব বিষয়েই ছাত্রীদের অবহিত করা হয় এই শিবিরে।
বর্তমান সমাজে দেখা যায়, কন্যা সন্তান হওয়ার কারণে অনেক নারীকে তার নিজের স্বামীর কাছে অবহেলিত হতে হয়। কন্যা সন্তান জন্মের পরই শুরু হয় মা ও শিশুর প্রতি চরম অবহেলা। কন্যা শিশু ও নারীর প্রতি চরম অবহেলা ও অবিচার হল এ যুগের চরিত্র। আর তাই এই সমাজে যাতে নারীরা তাদের সমান মর্যাদা পায় সেই বিষয়ের উপরও বিশেষ নজর দেওয়া হয়।
advertisement
advertisement
শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা মাতৃ ও শিশু সুরক্ষা আধিকারিক ডাঃ সায়ন দাস, ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীবৃন্দ, আশাকর্মী ও এএনএম দিদিরা। ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের ছাত্রীরা পরিবেশন করে দুটি নাটক একটিতে কন্যা ভ্রুণ হত্যা ও নারী পাচার, অন্যটিতে ম্যালেরিয়া নিয়ে সমাজকে সচেতন করার বার্তা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার পাশাপাশি আগামী প্রজন্মের নারীদের সুরক্ষিত করতে এই বিশেষ ব্যবস্থা মূলত স্কুল জীবন থেকেই শুরু হয় তাদের এক নতুন অধ্যায় আর এখান থেকে যদি তারা সচেতন এবং সুরক্ষিত থাকে তাহলে আগামী প্রজন্মের কাছে এক নতুন বার্তা পৌঁছে যাবে। এই ধরনের উদ্যোগ শুধু সোনারপুরেই নয়, জেলাজুড়েই ছড়িয়ে পড়ছে আগামী প্রজন্মকে সচেতন ও সুরক্ষিত করে তোলার লক্ষ্যে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনেক হল অবহেলা, বঞ্চনা, আর নয়...! মেয়েদের বুঝিয়ে দিল এই স্কুল, পুরো গল্প শুনলে আপনিও কুর্নিশ জানাবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement