অনেক হল অবহেলা, বঞ্চনা, আর নয়...! মেয়েদের বুঝিয়ে দিল এই স্কুল, পুরো গল্প শুনলে আপনিও কুর্নিশ জানাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
কন্যা ভ্রুণ হত্যা রোধ, বাল্যবিবাহ, নারী পাচার, ডেঙ্গু-ম্যালেরিয়া সহ নানা পতঙ্গবাহিত রোগ ও সোশ্যাল মিডিয়ার সচেতন ব্যবহার এই সব বিষয়েই ছাত্রীদের অবহিত করা হয় এই শিবিরে।
দক্ষিণ ২৪ পরগনা: সমাজকে সচেতন করতে আবারও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ সোনারপুর ব্লকে। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাঙ্গুর করুনাময়ী গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতা শিবির। কন্যা ভ্রুণ হত্যা রোধ, বাল্যবিবাহ, নারী পাচার, ডেঙ্গু-ম্যালেরিয়া সহ নানা পতঙ্গবাহিত রোগ ও সোশ্যাল মিডিয়ার সচেতন ব্যবহার এই সব বিষয়েই ছাত্রীদের অবহিত করা হয় এই শিবিরে।
বর্তমান সমাজে দেখা যায়, কন্যা সন্তান হওয়ার কারণে অনেক নারীকে তার নিজের স্বামীর কাছে অবহেলিত হতে হয়। কন্যা সন্তান জন্মের পরই শুরু হয় মা ও শিশুর প্রতি চরম অবহেলা। কন্যা শিশু ও নারীর প্রতি চরম অবহেলা ও অবিচার হল এ যুগের চরিত্র। আর তাই এই সমাজে যাতে নারীরা তাদের সমান মর্যাদা পায় সেই বিষয়ের উপরও বিশেষ নজর দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: মা দুর্গার শোলার শোপিস…! দাম নামমাত্র, বর্ধমানের এই শিল্পীর হাতের ছোঁয়ায় মুগ্ধ বিশ্ববাংলাও
advertisement
শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা মাতৃ ও শিশু সুরক্ষা আধিকারিক ডাঃ সায়ন দাস, ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীবৃন্দ, আশাকর্মী ও এএনএম দিদিরা। ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের ছাত্রীরা পরিবেশন করে দুটি নাটক একটিতে কন্যা ভ্রুণ হত্যা ও নারী পাচার, অন্যটিতে ম্যালেরিয়া নিয়ে সমাজকে সচেতন করার বার্তা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার পাশাপাশি আগামী প্রজন্মের নারীদের সুরক্ষিত করতে এই বিশেষ ব্যবস্থা মূলত স্কুল জীবন থেকেই শুরু হয় তাদের এক নতুন অধ্যায় আর এখান থেকে যদি তারা সচেতন এবং সুরক্ষিত থাকে তাহলে আগামী প্রজন্মের কাছে এক নতুন বার্তা পৌঁছে যাবে। এই ধরনের উদ্যোগ শুধু সোনারপুরেই নয়, জেলাজুড়েই ছড়িয়ে পড়ছে আগামী প্রজন্মকে সচেতন ও সুরক্ষিত করে তোলার লক্ষ্যে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 8:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনেক হল অবহেলা, বঞ্চনা, আর নয়...! মেয়েদের বুঝিয়ে দিল এই স্কুল, পুরো গল্প শুনলে আপনিও কুর্নিশ জানাবেন