Samudra Sathi Scheme: বন্ধ কাজ, বন্ধ এই সরকারি প্রকল্পের টাকাও! সরকারের নিষেধাজ্ঞায় মাথায় হাত হাজার হাজার উপভোক্তাদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
সরকারি প্রকল্পের টাকা বন্ধের পাশাপাশি প্রকল্পের টাকাও হাতছাড়া
দক্ষিণ ২৪ পরগনা: মূলত সুন্দরবনে মানুষদের প্রধান জীবিকা নদীতে মাছ, কাঁকড়া ধরা। আর তা দিয়েই চলে তাদের সংসার। একদিকে বন্ধ সমুদ্র সাথী প্রকল্পের টাকা আর অন্যদিকে নদীতে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি সব মিলিয়ে চরম বিপর্যয় মুখে পড়েছে সুন্দরবনের মৎস্যজীবীরা।
সরকারি নির্দেশ, সুন্দরবনের নদী খাঁড়ি এলাকায় মাছ ধরা নিষিদ্ধ। এখন নদীতে কেউ মাছ ধরতে পারবেন না। এই সময় নদী এবং সুন্দরবনের খাঁড়িতে মাছ-কাঁকড়ারা ডিম পাড়ে। মাছ-কাঁকড়ার প্রজন্মকে রক্ষা করতেই সরকারি নির্দেশে এ সময় ওই জায়গায় সেগুলি ধরা নিষিদ্ধ। ফলে যে কয়েকমাস এই নিষেধাজ্ঞা জারি থাকে, সেই সময়টায় মৎস্যজীবীদের বেকার বসে থাকতে হয়। যে কারণে সংসার টানতে নাজেহাল হতে হয় তাঁদের।
advertisement
advertisement
এই সমস্যার সমাধানের জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে ‘সমুদ্র সাথী’ প্রকল্প ঘোষণা করা হয়েছিল। যাতে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকাকালীন মৎস্যজীবীদের প্রতিমাসে ভাতা দেওয়া যায়। স্বাভাবিকভাবেই সরকারের এই পদক্ষেপে খুশি হয়ে ছিলেন মৎস্যজীবীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে সেই ঘোষণার পর বছর ঘুরেছে। আরও একটা ব্যান পিরিয়ড এসে গিয়েছে। কিন্তু, মৎস্যজীবীরা তাঁদের মাসিক ভাতা পাননি। স্বাভাবিকভাবেই এ নিয়ে ক্ষোভ বাড়ছে মৎস্যজীবীদের মধ্যে। একদিকে মাছ ধরা বন্ধ অন্যদিকে ভাতা ও বন্ধ সব মিলিয়ে চরম বিপর্যয়ের মুখে মৎস্যজীবীরা কীভাবে চলবে তাদের সংসার তা নিয়ে দুশ্চিন্তায় প্রহর গুনছেন।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 8:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Samudra Sathi Scheme: বন্ধ কাজ, বন্ধ এই সরকারি প্রকল্পের টাকাও! সরকারের নিষেধাজ্ঞায় মাথায় হাত হাজার হাজার উপভোক্তাদের