Father In Law-Daughter In Law: ছেলে ভিনরাজ্যে,অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বউমার কাছে টাকা চাইতেই সর্বনাশ, বৃদ্ধ শ্বশুরের পরিণতিতে গায়ে কাঁটা দেবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
স্ত্রী অসুস্থ, ছেলে বাইরে, বাধ্য হয়েই বউমার কাছে স্ত্রীর চিকিৎসার খরচ চেয়েছিলেন বৃদ্ধ,অসহায় শ্বশুর। এই 'অপরাধ' -এই শ্বশুরকে নির্মমভাবে মারধরের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে
কুলতলি: স্ত্রী অসুস্থ, ছেলে বাইরে, বাধ্য হয়েই বউমার কাছে স্ত্রীর চিকিৎসার খরচ চেয়েছিলেন বৃদ্ধ,অসহায় শ্বশুর। এই ‘অপরাধ’ -এই শ্বশুরকে নির্মমভাবে মারধরের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার সোনাটিকারী ৮ নম্বর অঞ্চলে। গুরুতর আহত অবস্থায় ৭৫ বছর বয়সি সন্ন্যাসী বাগকে ভর্তি করতে হয় কুলতলি ব্লক হাসপাতালে।
পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্জাতিত। পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ন্যাসী বাগের স্ত্রী আঙুরবালা দাস দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য টাকা দরকার ছিল। কিন্তু তাঁদের ছেলে শশধর বাগ ভিনরাজ্যে কাজ করেন। তাঁর পাঠানো টাকা পুত্রবধূ কাজল বাগের হাতেই থাকে। সেই টাকা থেকেই শাশুড়ির চিকিৎসার জন্য টাকা চাইতে ক্ষেপে হয়ে ওঠে কাজল।
advertisement
অভিযোগ, প্রথমে বচসা শুরু হলেও পরে তা হাতাহাতিতে পৌঁছায়। সন্ন্যাসী বাগের অভিযোগ, শুধু পুত্রবধূ নয়, তার বাপেরবাড়ি থেকেও লোক ডেকে এনে তাঁকে মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয়, ইট দিয়ে পায়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় শ্বশুরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধের পরিবার ও প্রতিবেশীরা গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই কুলতলি থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 11:40 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father In Law-Daughter In Law: ছেলে ভিনরাজ্যে,অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বউমার কাছে টাকা চাইতেই সর্বনাশ, বৃদ্ধ শ্বশুরের পরিণতিতে গায়ে কাঁটা দেবে