পাথরপ্রতিমায় কমল আতঙ্ক, বাঘ ফিরে গিয়েছে ধনচির জঙ্গলে, জানাল বন দফতর, হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয়রা
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
South 24 Pargana News: পাথরপ্রতিমায় কমল বাঘের আতঙ্ক, বাঘ ফিরে গিয়েছে জঙ্গলে। এমন অনুমান বনকর্মীদের। এই খবর পাওয়ার পর খুশি স্থানীয়রা। বাঘ নিয়ে রামগঙ্গার রেঞ্জার শেখ কবীর হোসেন জানিয়েছেন, "বাঘ ধনচির জঙ্গলে ফিরে গিয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।"
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমায় কমল বাঘের আতঙ্ক, বাঘ ফিরে গিয়েছে জঙ্গলে। এমন অনুমান বনকর্মীদের। এই খবর পাওয়ার পর খুশি স্থানীয়রা। বাঘ নিয়ে রামগঙ্গার রেঞ্জার শেখ কবীর হোসেন জানিয়েছেন, “বাঘ ধনচির জঙ্গলে ফিরে গিয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”
যদিও এখনও সতর্ক অবস্থায় রয়েছে বনদফতর। এবার কাজে লাগেনি ছাগলের টোপ। সারা রাত খাঁচা পেতে রেখেও ধরা পড়েনি বাঘ। বাঘটি খুবই বুদ্ধিমান বলে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে বনকর্মীদের বোকা বানাচ্ছে পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের লোকালয়ে ঢুকে পড়া বাঘটি। তবে হাল ছাড়েনি বনদফতর। বাঘটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে অভিজ্ঞ বনকর্মীদের নামানো হয়। গ্রামবাসীদের বাঁচাতে প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে লোকালয়ের দিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়।
advertisement
advertisement
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঠাকুরান নদীর উল্টো দিকে ধনচি তথা ঢুলিভাসানীর জঙ্গল থেকে বাঘটি খাবারের সন্ধানে হয়ত লোকালয়ের জঙ্গলে ঢুকে পড়ে। বাঘের ভয়ে এলাকার মৎস্যজীবীরা জঙ্গলের খাঁড়ি ও নদীতে মাছ ধরতেও যেতে পারছিলেন না। যখন বাঘের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, তখন বাঘটি উত্তর দিক থেকে সোজা দক্ষিণ দিকে তমলুকপাড়ার কাছে চলে আসে। বর্তমানে বাঘটি খাঁচাবন্দি হয়নি। ফলে মনে করা হচ্ছে উল্টো দিকের জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে। ফলে হাঁফ ছেড়ে বেঁচেছেন স্থানীয়রা। বাঘের জন্য পাতা জাল এখনও রয়েছে। জাল দিয়ে ঘেরা রয়েছে লোকালয় সংলগ্ন জঙ্গল। স্থানীয়রা আবার কাজে ফিরছেন।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 05, 2025 11:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাথরপ্রতিমায় কমল আতঙ্ক, বাঘ ফিরে গিয়েছে ধনচির জঙ্গলে, জানাল বন দফতর, হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয়রা

