News 18 Bangla Impact: শিকলের বাঁধন মুক্ত হল কৃষ্ণেন্দু, বাড়িতে গেলেন বিধায়ক, নতুন আশায় দোলুই পরিবার

Last Updated:
প্রশাসনিক উদ্যোগে বাঁধনমুক্ত হলেন কুলপির  যুবক৷
প্রশাসনিক উদ্যোগে বাঁধনমুক্ত হলেন কুলপির যুবক৷
#কুলপি: অবশেষে প্রশাসনিক সহযোগিতায় শিকল মুক্ত হলেন দক্ষিণ চব্বিশ পরগণার (South 24 Pargana) কুলপির জামতলার মানসিক ভারসাম্যহীন যুবক কৃষ্ণেন্দু দোলুই। নিউজ ১৮ বাংলায় শিকলে বাঁধা যুবকের খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন।
সোমবারই কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার ব্লক প্রশাসনের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে জামতলায় মানসিক ভারসাম্যহীন শিকল দিয়ে বাঁধা যুবক কৃষ্ণেন্দু দোলুইয়ের বাড়িতে যান। কৃষ্ণেন্দুর পরিবারের সঙ্গে কথা বলেন বিধায়ক ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি টানা এক বছর পর শিকলের বাঁধন থেকে মুক্ত করা হয় কৃষ্ণেন্দু দোলুইকে। এবার সরকারি সাহায্যেই ওই যুবকের চিকিৎসা চলবে আশ্বস্ত করেন বিধায়ক।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগণার কুলপি ব্লকের বড় জামতলার বছর ২৬ এর যুবক কৃষ্ণেন্দু দোলুই। ৬ বছর আগে হঠাৎই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কৃষ্ণেন্দু। তার পর থেকে দিনমজুর পরিবার তাঁর চিকিৎসা করাতে গিয়ে জমি দোকান বেচে সর্বস্বান্ত হয়েছিল৷ ফলে বন্ধ হয়ে যায় চিকিৎসা। তাই শিকলাবাঁধা অবস্থায় এক বছর ধরে দিন কাটছিল কৃষ্ণেন্দু দোলুইয়ের।সোমবারই কৃষ্ণেন্দু এবং তাঁর পরিবারের অসহায়তার কথা তুলে ধরেছিল নিউজ ১৮ বাংলা৷
advertisement
প্রশাসনিক তৎপরতার পরই ওই যুবককে স্থানীয় জামতলা গ্রামীণ হাসপাতালে কৃষ্ণেন্দুকে ভর্তি করা হয়েছ।
অন্য দিকে কুলপির বিডিও বলেন, কৃষ্ণেন্দু দোলুইয়ের চিকিৎসার জন্য বিধায়ক, ব্লক স্বাস্থ্য আধিকারিক,পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। যাতে কৃষ্ণেন্দু দোলুই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে তার জন্য তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হবে।
advertisement
প্রশাসনের এমন উদ্যোগে অনেকটা স্বস্তিতে কৃষ্ণেন্দুর পরিবার। কৃষ্ণেন্দুর মা রুমা দোলুই ও বাবা দীনেশ দোলুইয়ের এখন একটাই প্রার্থনা, দ্রুত স্বাভাবিক হয়ে বাড়ি ফিরুক কৃষ্ণেন্দু।
Anisuddin Mollah
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
News 18 Bangla Impact: শিকলের বাঁধন মুক্ত হল কৃষ্ণেন্দু, বাড়িতে গেলেন বিধায়ক, নতুন আশায় দোলুই পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement