South 24 Pargana News: শীতেও কমছে না সাপের উপদ্রব! সচেতনতা শিবির জয়নগরে
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Suman Saha
Last Updated:
সুন্দরবনে সাপের উপদ্রব এই শীতকালেতেও কম নয়। তাই সাপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জয়নগর ২ নং বিডিও অফিসে সাপ সচেতনতা মূলক শিবির হয়ে গেল। যাতে
জয়নগর: সুন্দরবনে সাপের উপদ্রব এই শীতকালেতেও কম নয়।কয়েক মাস আগেও সুন্দরবনে কালাচ সাপের কামড়ে রোগীর সংখ্যা বেশি ছিল।বর্তমানে চন্দ্রবোড়ার উপদ্রব বেশি। তাই সাপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের সহায়তায় জয়নগর ২ নং বিডিওর উদ্যোগে জয়নগর ২ নং বিডিও অফিসে সাপ সচেতনতা মূলক শিবির হয়ে গেল।
যাতে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক তথা সর্প বিশেষজ্ঞ ডা: সমরেন্দ্র নাথ রায়, বিজ্ঞান কর্মী নারায়ন চন্দ্র বাগ,ডা: রুপংকর বোস,জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু সহ আরো অনেকে। এদিন সাপের বিষয়ে সাধারণ মানুষকে ছবি দেখিয়ে সচেতন করা হয়। কোন সাপে কি হয় তা তুলে ধরা হয়।এব্যাপারে ডা: সমরেন্দ্র নাথ রায় বলেন, সাপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: Calcutta High Court: ‘প্রশ্নের জবাব দিতে হবে’! আরও অস্বস্তিতে ‘কালীঘাটের কাকু’, স্থগিতাদেশ দিল না হাইকোর্ট, এবার কি CBI গ্রেফতারি?
বিশেষ করে কালাচ ও চন্দ্রবোড়ার।তবে কেউটের সংখ্যা কিছুটা কমেছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এই শিবির।জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু বলেন,সুন্দরবনের এই ব্লক এলাকায় সাপের কামড়ের সংখ্যা বেড়ে চলেছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এই শিবিরের আয়োজন করা হয়েছিল।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 6:28 PM IST