South 24 Parganas News: শ্লীলতাহানিতে জড়িত সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য পাথরপ্রতিমায়
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
আবারো সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল পাথরপ্রতিমায়। আরজিকর কান্ডের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পাথরপ্রতিমা: আবারও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল পাথরপ্রতিমায়। আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ওই কলেজ ছাত্রীর সঙ্গে সিভিক ভলান্টিয়ারের প্রেমের সম্পর্ক ছিল বলে খবর। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে।
আরও পড়ুনঃ চিকিৎসকদের মঙ্গলের মিছিলে অনুমতি আদালতের! কিন্তু…মহামিছিলের ‘শর্ত’ বলে দিলেন বিচারপতি
ধৃত সিভিক ভলান্টিয়ার অমিতাভ বারুই স্থানীয় বাসিন্দা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আলোড়ন ছড়িয়েছে এলাকায়। ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন বেলা ১১টা নাগাদ এক ছাত্রী কলেজে যাবেন বলে বেরিয়ে ছিলেন।অভিযোগ, ফাঁকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে যখন কলেজে যাচ্ছিলেন ঠিক সেই সময় ছাত্রীকে একলা পেয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার পথ আটকে জোর করে শ্লীলতাহানি করে। পরে ছাত্রী বাড়িতে ফিরে পরিবারের লোকজনের কাছে ঘটনার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।এরপর নির্যাতিতা ছাত্রীর পরিবার পাথরপ্রতিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পাথরপ্রতিমা থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। ধৃত সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই কলেজ ছাত্রীর সঙ্গে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তা ভেঙে গিয়েছিল।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2024 2:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শ্লীলতাহানিতে জড়িত সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য পাথরপ্রতিমায়