Fish Cultivation: মাছ উৎপাদনে রাজ্যে দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, কপাল খুলেছে মৎস্যজীবীদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Fish Cultivation: সমগ্র রাজ্যে এই বছর মাছ উৎপাদনের পরিমাণ ২২ লক্ষ টন। জেলা সূত্রে জানা গিয়েছে, এই বছর মাছ চাষের ক্ষেত্রে একাধিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মৎস্য চাষিদের
দক্ষিণ ২৪ পরগনা: মাছ উৎপাদনে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল দক্ষিণ ২৪ পরগনা। ফলে প্রবল খুশি জেলার মৎস্যজীবীরা। ২০২৩-২৪ সালে এই জেলায় ৩ লক্ষ ১৫ হাজার টন মাছ উৎপাদন হয়েছে। জানা গিয়েছে, এই জেলায় মাছের মোট চাহিদা ১ লক্ষ ৬০ হাজার টন। ফলে সেই চাহিদা মিটিয়ে দ্বিগুন মাছ উৎপাদন করা গিয়েছে। উৎপাদনের নিরিখে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর। সেখানে ৩ লক্ষ ৫৯ হাজার টন মাছ উৎপাদন হয়েছে।
সমগ্র রাজ্যে এই বছর মাছ উৎপাদনের পরিমাণ ২২ লক্ষ টন। জেলা সূত্রে জানা গিয়েছে, এই বছর মাছ চাষের ক্ষেত্রে একাধিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মৎস্য চাষিদের। যার সুফল হাতেনাতে মিলছে। সব মিলিয়ে মাছ চাষের ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনার ছবিটা বেশ উজ্জ্বল।
advertisement
advertisement
ভালো মাছ উৎপাদনের স্বার্থে মৎস্য চাষিদের পুকুর খননের গভীরতা কমানোর উপর জোর দেওয়া হয়েছিল। এর ফলে মাছের খাদ্য পেতে সুবিধা হয়েছে, বৃদ্ধিও ভাল হয়েছে। জেলাজুড়ে সচেতনতামূলক কর্মসূচি এবং প্রশিক্ষণ দেওয়ায় উপকৃত হয়েছেন কৃষকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলা সহকারী মৎস্য অধিকর্তা সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, মৎস্য দফতর, জেলা প্রশাসন এবং জেলা পরিষদের যৌথ উদ্যোগে এবার মাছ উৎপাদন অনেকটা বেড়েছে। আগামী বছরও যাতে এবারের থেকে মাছের উৎপাদন বেশি হয় সেদিকে নজর দেওয়া হবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2024 10:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fish Cultivation: মাছ উৎপাদনে রাজ্যে দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, কপাল খুলেছে মৎস্যজীবীদের