Sourav Ganguly: বর্ধমান প্রসঙ্গে এ কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়! জানলে অবাক হবেন বাংলার মানুষ 

Last Updated:

Sourav Ganguly: বর্ধমান শহরে এসেছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন তিনি।

+
বর্ধমান

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সৌরভ

পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার বর্ধমানে এসেছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
দাদা তথা সৌরভকে দেখার জন্য পড়ুয়াদের মধ্যে ছিল একটা আলাদাই উত্তেজনা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শঙ্করকুমার নাথ এবং সৌরভ গঙ্গোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু করেন এই প্রোগ্রাম। কী ভাবে ভাল খেলোয়াড়, ভাল ব্যবসায়ী হওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সৌরভ। এছাড়াও সোশ্যাল মিডিয়াকে কীভাবে ভাল কাজে ব্যবহার করা যায় সেই নিয়েও বক্তব্য রাখেন তিনি।
advertisement
অনুষ্ঠান চলাকালীন সৌরভ এই বর্ধমান শহর প্রসঙ্গে বলেন, “বর্ধমানে আগে আসিনি। আমি মনে করি এই আমার প্রথম আসা, বর্ধমান শহরে এই প্রথম। আমি এটিকে একটি জেলা হিসাবে বিবেচনা করি না, কারণ আমি যখন হাইওয়ে পেরিয়ে বর্ধমান শহরে প্রবেশ করি তখন এটি একটি শহরের মতোই ভাল লাগল। তাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। এখানে থাকা তরুণ ছাত্রদের প্রতি আমার অনেক ভালবাসা এবং স্নেহ।”
advertisement
advertisement
.
.
আরও পড়ুন: ফ্যান চালানোর দিন হাজির, রেগুলেটরে কোন ‘নম্বরে’ ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কমে? রইল বিল বাঁচানোর সুপারহিট ফর্মুলা
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পড়ুয়াদের মধ্যে থেকেও অনেকেই প্রশ্ন করেন সৌরভ। প্রত্যেকটা প্রশ্নের উওর দিতেও দেখা যায় দাদাকে। এরপর অনুষ্ঠান শেষে বেশ কিছু উপহার তুলে দেওয়া হয় সৌরভের হাতে, যার মধ্যে ছিল সৌরভের একটা নিজের ছবি, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা-সহ আরও অনেক কিছু। এরপর অডিটোরিয়াম থেকে বেরিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠে যান সৌরভ। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শঙ্করকুমার নাথ, রেজিস্ট্রার অরিজিৎ চট্টোপাধ্যায় ও ক্রীড়া আধিকারিক সুরজিৎ নন্দী।
advertisement
আরও পড়ুন: আপনার সন্তানকে KVS-এ ভর্তি করতে চান? কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ানোর খরচ কত-কীভাবে আবেদন করবেন জানুন
মোহনবাগান মাঠে যাওয়ার পর গাড়ি থেকে নেমে মাঠ পরিদর্শন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মাঠ প্রসঙ্গে দু-চারটে মন্তব্যও করেন তিনি। তারপর তিনি মোহনবাগান মাঠ থেকে বেরিয়ে পড়েন বর্ধমানের রাধারানী স্টেডিয়ামের উদ্যেশ্যে। বর্ধমান বিশ্ববিদ্যালের ভাইস চ্যান্সেলর প্রফেসর শঙ্করকুমার নাথ বলেন, “সিএবি-র সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রস্তাবনা সৌরভ দিয়েছেন আমাদের। এবং আমরা শুনেছি উনি বোধহয় সিএবি-র পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। আমরা প্রপোজালটা সাবমিট করব এরপরে আমরা আমাদের সিএবির একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই মাঠটা ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে। সিএবির সঙ্গে আমরা ডিরেক্টলি যুক্ত হলে অনেক সুবিধা পাব। এখানে ক্রিকেট একটা আইকনিক গেম হিসেবে আমরা করতে পারব। এবং আমরা ডাইরেক্টলি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে সাহায্য পাব এটা আশা করছি।”
advertisement
রাধারাণী স্টেডিয়ামেও সৌরভকে দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। সেখানেও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার তরফে শিব শঙ্কর ঘোষ, জেলাশাসক আয়েশা রাণী, জেলা পুলিশ সুপার সায়ক দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sourav Ganguly: বর্ধমান প্রসঙ্গে এ কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়! জানলে অবাক হবেন বাংলার মানুষ 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement