# ইসলামপুর: যত দিন যাচ্ছে, প্রকোট হয়ে উঠছে সমাজের ঘৃণ্য, কদর্য এক রূপ! এরকমই এক ঘটনার সাক্ষী হল ইসলামপুর থানা এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা মিস্টার শেখ প্রায়সই মারধর করতেন তাঁর স্ত্রীকে। বাড়ির লোকেরা সমস্যা সমাধানের অনেক চেষ্টা করেছেন, পারেননি! লাগাতার বৃদ্ধি পেয়েছে স্ত্রীর প্রতি শেখের অত্যাচার! অবশেষে সেই চরম পরিণতি...! আর সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন বড় ছেলে ফিরোজ শেখ। কথা কাটাকাটি, বচসা থেকে থেকে হাতাহাতি! নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেন না ফিরোজ! ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বাবাকে।
আশঙ্কাজনক অবস্থায় মিস্টার শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে! গভীর রাতেই মৃত্যু হয় মিস্টার শেখের। এই ঘটনার পর পলাতক ফিরোজ। তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ!
আরও পড়ুন- লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Domestic violence, Islampur, Murshidabad, Son killed father, SouthBengal