কমবে দুর্ঘটনা, গ্রামের হবে উন্নতি, বলরামপুর ব্লকে সৌর প্রকল্পে বিশেষ উদ্যোগ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
২০২৫ সালের মার্চ মাসের মধ্যে পাঁচটি গ্রামে ২০টি সৌর রাস্তার আলো বসানো হবে, এমনই ঘোষণা করেছে এলটি মাইন্ডচট্রি৷ লক্ষ্য গ্রামীণ উন্নয়ন এবং কল্যাণ।
পুরুলিয়া: উন্নয়ন এবং সম্প্রদায় কল্যাণে এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে LTIMindtree বালারামপুর ব্লকে একটি সৌরশক্তি নির্ভর প্রকল্প শুরু করেছে। বাইপাসের রাস্তাগুলিতে সৌর সংকেত ইনস্টলেশনের মাধ্যমে একদিকে যেমন কমবে দুর্ঘটনার হার, একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের জন্য আরও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যাবে।
২০২৫ সালের মার্চ মাসের মধ্যে পাঁচটি গ্রামে ২০টি সৌর রাস্তার আলো বসানো হবে, এমনই ঘোষণা করেছে এলটি মাইন্ডচট্রি৷ লক্ষ্য গ্রামীণ উন্নয়ন এবং কল্যাণ। এই উদ্যোগটি ৩৭৫টি পরিবারকে সরাসরি উপকৃত করবে, তাদের নিরাপত্তা ও জীবনমানও উন্নত করবে বলে দাবি।
আরও পড়ুনFraud in New Town: নিউটাউনে হিডকোর জমি বিক্রির নামে প্রতারণা, পুলিশের জালে ধরা পড়লেন ১ মহিলা
advertisement
advertisement
এছাড়াও, এই প্রকল্পের অধীনে দুটি সৌর চালিত বোরওয়েল (২ এইচপি ক্ষমতা) ইনস্টল করা হবে, যা প্রায় ৪০০ একর কৃষিজমির সেচের জন্য অপরিহার্য সম্পদ হিসাবে কাজ করবে। এই উন্নয়ন স্থানীয় কৃষকদের জীবিকাকে সহায়তা করবে এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াবে।

এই উদ্যোগে পরিবেশ অনেকটা দূষণ মুক্ত হবে। এই সৌর প্রকল্পটি শুধু গুরুত্বপূর্ণ নিরাপত্তা উদ্বেগগুলিকেই সমাধান করে না বরং গ্রামীণ জীবন জীবিকা সমর্থন করে, বালারামপুর ব্লকের মানুষদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করবে৷ পরিবেশ বাঁচবে এবং সাধারণ মানুষের জীবনের মানোনয়ন্নন হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2024 12:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কমবে দুর্ঘটনা, গ্রামের হবে উন্নতি, বলরামপুর ব্লকে সৌর প্রকল্পে বিশেষ উদ্যোগ