Bengal Medical News: রাজারহাটে গড়ে উঠবে 'স্নায়ুতীর্থ', নার্ভের চিকিৎসায় আর বাইরে যেতে হবে না

Last Updated:

রাজারহাটের শাসন গ্রাম পঞ্চায়েতের আমিনপুর এলাকায় ৮০০ বেডের স্নায়ু সংক্রান্ত জটিল রোগের চিকিৎসার অত্যাধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি গড়ে উঠলে স্থানীয়দের পাশাপাশি উপকৃত হবেন রাজ্যের অসংখ্য রোগী ও তাঁদের পরিজনরা

ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স
ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স
উত্তর ২৪ পরগনা: স্নায়ু রোগের চিকিৎসায় আর যেতে হবে না ভিন রাজ্যে। এর জন্য রাজারহাটে গড়ে উঠবে অত্যাধুনিক ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স মেডিকেল কলেজ ও মাল্টিস্পেশালিটি হাসপাতাল। যার নাম দেওয়া হয়েছে ‘স্নায়ুতীর্থ’। ইতিমধ্যেই এর ভিত্তি স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার পর এবার রাজারহাটের শাসন গ্রাম পঞ্চায়েতের আমিনপুর এলাকায় ৮০০ বেডের স্নায়ু সংক্রান্ত জটিল রোগের চিকিৎসার অত্যাধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি গড়ে উঠলে স্থানীয়দের পাশাপাশি উপকৃত হবেন রাজ্যের অসংখ্য রোগী ও তাঁদের পরিজনরা। নিউরো সায়েন্স ফাউন্ডেশন, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের সহযোগিতায় চালু হবে আইএনকে মেডিকেল কলেজ স্নায়ুতীর্থ। এই মাল্টি স্পেশালিটি হাসপাতালকে ঘিরে চিকিৎসা ক্ষেত্রে প্রায় ৫ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখানে সব রকমের স্নায়ু সংক্রান্ত অসুখের সমাধান মিলবে বলে কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি স্নায়ু রোগ সংক্রান্ত শিক্ষা ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব পাবে এই হাসপাতাল, এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। এখানে স্বাস্থ্য সাথী সহ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ফলে রাজ্যের গরিব মানুষরাও এই হাসপাতালে এসে চিকিৎসা করানোর সুযোগ পাবেন। আপাতত ৩৩ একর জায়গা নিয়ে গড়ে উঠবে এই মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Medical News: রাজারহাটে গড়ে উঠবে 'স্নায়ুতীর্থ', নার্ভের চিকিৎসায় আর বাইরে যেতে হবে না
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement