Snake: কী কাণ্ড! 'চাঁদ সওদাগর'কেই কামড়ে দিল সাপ, গরম পড়তেই বেড়েছে সাপের ভয়

Last Updated:

জেলার দিকে দিকে হাহাকার! বাড়ছে সাপে-কাটা রোগীর সংখ্যা

+
প্রতিকি

প্রতিকি ছবি 

দক্ষিণ ২৪ পরগনা: অবাক করা কাণ্ড! ‘চাঁদ সওদাগর’কেই কামড় দিল বিষধর! কেউটে-সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত ৪ জন। আক্রান্তদের মধ্যে রয়েছে ‘চাঁদ সওদাগর’ ও এক শিশু। বর্তমানে চারজনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রামের বাসিন্দা মনোহর হালদার। পেশায় তিনি অভিনেতা। মনসার ভাষান পালা গানে চাঁদ সওদাগরের ভূমিকায় অভিনয় করেন।
মনোহর হালদারের বাঁ হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ। প্রথমে ওঝা-গুণিন। পরে বেগতিক বুঝে হাসপাতাল। ‘চাঁদ সওদাগর’ ওরফে মনোহরের দাবি, শৌচকর্ম করার জন্য মাঠে যেতেই বাঁ-হাতে কেউটে সাপ কামড় দেয়। তবে প্রতিবেশীদের দাবি,মনোহর হালদার মনসার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে। সে-ই সাপ কামড় দেওয়ায় জখম হয়েছেন।
অন্যদিকে জয়নগরের গোচরণ এলাকার বাসিন্দা অর্পিতা সর্দার। তিনি গর্ভবতী। জানা যায়, তাঁর হাতেও বিষধর কেউটে সাপ কামড় দেয়। তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের বাসিন্দা এক গৃহবধূকেও কেউটে সাপ কামড় দেয়। প্রথমে ওঝা ও পরে হাসপাতালে নিয়ে আসা হয়। জয়নগরের ধোষা গ্রামের বাসিন্দা রাজদীপ মণ্ডল নামে এক শিশুকে সাপে কামড় দেয়। তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।
advertisement
advertisement
ক্যানিং মহকুমা হাসপাতালের সর্পবিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, ‘সাপ চোখে দেখে না, কানেও শোনে না। ফলে কাউকে চিনে কামড় দেয় না। এছাড়া সাপে কামড় দিলে ওঝা-গুণিনের কাছে যাওয়া মানে বিপদকে আরও ডেকে আনা। শিশু কিংবা গর্ভবতী… প্রত্যেককে  একই পদ্ধতিতে চিকিৎসা করা হয়।”
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: কী কাণ্ড! 'চাঁদ সওদাগর'কেই কামড়ে দিল সাপ, গরম পড়তেই বেড়েছে সাপের ভয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement