Snake: সর্বনাশ! পশ্চিমবঙ্গের যুবককে এ কোন সাপে কামড়াল! হাসপাতালে নিয়ে যেতেই চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Snake: কামড়ানোর পরে সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে যুবক, তারপর যা হল...

কৌশিক দাস 
কৌশিক দাস 
পূর্ব বর্ধমান: বিষাক্ত সাপের কামড় পায়ের মধ্যে। তারপর সেই সাপকে নিয়ে ওই যুবক যা করলেন, জানলে অবাক হবেন। সাপে কামড়ানোর পরে, সেই সাপ ধরে তারপর সেটাকে সঙ্গে নিয়ে হাসপাতালে গেলেন এক যুবক। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের বেত্রাগড় গ্রামের। এই বেত্রাগড় গ্রামের বাসিন্দা কৌশিক দাস। বৃহস্পতিবার রাতে কৌশিক বাইরে থেকে নিজের বাড়িতে ঢোকার মুখেই সাপে কামড় দেয়। প্রথমে বুঝতে না পারলেও পরে দেখেন সেটা একটা বিষাক্ত সাপ।
তাই নিজের পাশের বাড়ির এক কাকাকে সঙ্গে করে সাপ নিয়েই ছুটে যান জামালপুর গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে অ্যান্টিভেনাম দেওয়ার পরে কৌশিককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কৌশিক জানিয়েছেন, “কী সাপে কামড়েছে সেটা দেখে যদি সঠিক চিকিৎসা হয় সেই কারণেই সাপটাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। ওটা চন্দ্রবোড়া সাপ ছিল”
সাপে কামড়েছে তাই বলে সাপ নিয়ে হাসপাতালে ? কিন্তু কেন, সাপ না নিয়ে গেলে কি সঠিক চিকিৎসা হত না? বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, সাপে কামড়ালে সাপ নিয়ে আসার কোনও প্রয়োজন নেই। সাধারণত দুটো ক্যাটাগরি হয় পয়জেনাস এবং নন পয়জেনাস। ভিন্ন ভিন্ন সাপের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যান্টিভেনম হয় না। যে সাপেই কামড়াক, চিকিৎসা একই হয়। সমস্ত ধরনের ভারতীয় প্রজাতির সাপের বিষ মিশিয়ে তৈরি হয় অ্যান্টিভেনম, যেটাকে পলিভ্যালেন্ট বলা হয়।
advertisement
advertisement
কৌশিক বর্তমানে সুস্থ রয়েছেন এবং তিনি বাড়ি ফিরে গিয়েছেন। রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। সোমবার কৌশিক জানিয়েছেন তিনি এখন পুরোপুরি সুস্থ রয়েছেন। পরে আবার চেকআপ করাতে যাবেন।
পূর্ব বর্ধমানের সর্প প্রেমী বা বিশেষজ্ঞ অর্ণব দাসের কথায়, চন্দ্রবোড়া খুবই বিষাক্ত একটা সাপ। ইংরেজিতে এই সাপকে রাসেল’স ভাইপার বলা হয়। কাউকে সাপে কামড়ালে সর্বপ্রথম চিকিৎসা কেন্দ্রে যাওয়া প্রয়োজন। এছাড়া এই শীতকালের সময় মাঠে অথবা বাড়ির আশেপাশে রোদ পোহানোর জন্য এই সাপের দেখা মেলে। তাই সকলেরই সাবধানে থাকার দরকার রয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: সর্বনাশ! পশ্চিমবঙ্গের যুবককে এ কোন সাপে কামড়াল! হাসপাতালে নিয়ে যেতেই চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement