এলাকায় হু-হু করে বাড়ছে চর্মরোগ, বাইরে যেতেও ভয়! কী হল পানিহাটিতে?

Last Updated:

এলাকায় সাপ ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বেড়েছে জমা জলের কারণে। জল জমে থাকায় ছোট ছোট দোকানপাট ও ব্যবসা মার খাচ্ছে। ফলে দোকান বন্ধ রাখতে হচ্ছে এবং পণ্যের ক্ষতি হচ্ছে।

+
জলমগ্ন

জলমগ্ন পানিহাটির সুভাষ নগর।

পানিহাটি: জলমগ্ন পানিহাটিতে নিকাশি সমস্যায় নাকাল বাসিন্দারা, দাবি দ্রুত সমাধানের। অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে পানিহাটির বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকার অবস্থা বেহাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অল্প বা ভারী বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে ওঠে। সেই জল নামতে প্রায় ১৫ দিন সময় লাগে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে স্কুল পড়ুয়া, সকলকে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন চর্মরোগের সমস্যা দেখা দিচ্ছে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, বাড়ির ভিতরে পর্যন্ত জল ঢুকেছে। ফলে বাড়ি থেকে নিত্যপ্রয়োজনীয় কাজে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়াও, এলাকায় সাপ ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বেড়েছে জমা জলের কারণে। জল জমে থাকায় ছোট ছোট দোকানপাট ও ব্যবসা মার খাচ্ছে। এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের দোকান বন্ধ রাখতে হচ্ছে এবং পণ্যের ক্ষতি হচ্ছে।
advertisement
advertisement
দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা থেকে মুক্তি পেতে পুরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। তাঁদের দাবি, যত দ্রুত সম্ভব নিকাশি ব্যবস্থার সংস্কার ও আধুনিকীকরণ করা প্রয়োজন। বর্ষাকাল পেরিয়ে গেলে সাময়িক স্বস্তি পাওয়া যায়। কিন্তু জল জমার সমস্যা থেকে স্থায়ী সমাধান চাইছেন স্থানীয়রা। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে টানা বৃষ্টিতে যেভাবে এলাকায় চর্মরোগের সমস্যা বাড়ছে, তাতে চিন্তা বাড়ছে স্থানীয়দের। তাঁরা আশঙ্কা করছেন, যদি জমা জল নামতে আরও বেশি সময় লাগে, তাহলে এলাকায় অন্য সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয়দের এই সময় সাবধানে থাকতে হবে। বিশেষ করে পানীয় জলের দিকে নজর দিতে হবে। নাহলে এলাকায় পেটের সমস্যা দেখা দিতে পারে।
advertisement
Subhajit Sarkar
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এলাকায় হু-হু করে বাড়ছে চর্মরোগ, বাইরে যেতেও ভয়! কী হল পানিহাটিতে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement