হলদিয়ার কুঁকড়াহাটিতে ফের মৃত ডলফিন উদ্ধার !

Last Updated:

মৃত অবস্থায় এই ডলফিনটিকে দেখতে পান স্থানীয় মানুষজন।

#হলদিয়া: প্রায় সাড়ে ৬ ফুট লম্বা ফিমেল ডলফিন উদ্ধার হল হলদিয়ার কুঁকড়াহাটির নটপটিয়া অঞ্চলের নদী তীরবর্তী এলাকা থেকে।মৃত অবস্থায়  এই ডলফিনটিকে দেখতে পান স্থানীয় মানুষজন।
পুর্ব মেদিনীপুরের কুকড়াহাটির অদূরে নদীর চরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পূর্ণ বয়স্কা ডলফিনটিকে। গাঙ্গেয় ডলফিন এবং এটি প্লাটাইনিস্টাস গেঞ্জেটিকাস প্রজাতির বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যাকে স্থানীয়ভাবে শুশুক  বলা হয়। লম্বায় যেটি সাড়ে ছয় ফুট । ওজনে প্রায় ১৫০ কেজি । নদীর ঘোলা জলের পাশে চরের ওপরেই প্রাণহীন ডলফিনটিকে দেখতে পাওয়া যায় কুঁকড়াহাটি স্কুলের কাছে নাটপটিয়া এলাকায়।
advertisement
advertisement
দেখা যায়, ডলফিনটির চোয়াল যথেষ্টই লম্বা এবং সারিসারি দাঁত। গায়ের চামড়া একেবারে তেল চকচকে। তবে গায়ে আঘাতের কোন চিহ্ন না থাকলেও গলায় দড়ির দাগ রয়েছে। এবং পায়ু যোনি দিয়ে রক্তের দাগ লক্ষ্য করা গিয়েছে। বন দফতরের খবরটি জানান স্থানীয় বাসিন্দারা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হলদিয়ার কুঁকড়াহাটিতে ফের মৃত ডলফিন উদ্ধার !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement