Siuri Morobba: উত্তর ভারতে গিয়ে নবাব চেখে 'ফিদা' হয়েছিলেন, সিউড়ি ফিরেছিলেন মোরব্বা গড়ার কারিগরকে সঙ্গে নিয়ে

Last Updated:

যেমন শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা, গুপ্তিপাড়ার কাঁচাগোল্লা বা কৃষ্ণনগরের সরভাজা, ঠিক তেমনি বীরভূমের সিউড়ি মানেই মোরব্বা

+
মোরব্বা<br
title=মোরব্বা

/>

মোরব্বা

বীরভূম: যেমন শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা, গুপ্তিপাড়ার কাঁচাগোল্লা বা কৃষ্ণনগরের সরভাজা, ঠিক তেমনি বীরভূমের সিউড়ি মানেই মোরব্বা! এই মোরব্বার স্বাদে কে মজেছেন আর মজেননি! তালিকায় আছেন উত্তম কুমার থেকে অনিল চট্টোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে লালু প্রসাদ যাদব, আছেন পিসি সরকার ও পিসি সরকার জুনিয়র। এমনকী গত বছর বীরভূমের ন্যায় যাত্রা অভিযানে এসেছিলেন রাহুল গান্ধি। তাঁকেও উপহার হিসাবে দেওয়া হয়েছিল এই মোরব্বা আর আচার।
সালটা ১৭১৮, শোনা যায় তখন বীরভূমের রাজনগরের নবাব ছিলেন বদির উদজ্জামাল।তিনি গিয়েছিলেন উত্তর ভারত ভ্রমণে। সেখানে গিয়েই মোরব্বার প্রেমে পড়েছিলেন। ভ্রমণ শেষে ফেরার সময় সঙ্গে করে নিয়ে আসেন মোরব্বা তৈরির কারিগরকেও। সেই থেকে সিউড়িতে মোরব্বা তৈরি  শুরু।
স্বাধীনতার বহু আগে নবাবের সঙ্গে এসে সিউড়িতে প্রথম মোরব্বার ব্যবসা শুরু করেছিলেন সজনীকান্ত দে। সিউড়ির মালিপাড়ায় কুঞ্জবিহারী মিষ্টান্ন ভাণ্ডারের নামে শুরু হয় প্রথম মোরব্বার দোকান। পরবর্তীকালে তাঁর ছেলে দিগম্বর প্রসাদ দে সিউড়ির তিন বাজারে তৈরি করেন মোরব্বা মিষ্টান্ন মন্দির । ১৯৭৪ সালে তাঁদেরই বংশধর নন্দদুলাল দে সিউড়ির বাসস্ট্যান্ডে মোরব্বার দোকান খোলেন। একসময় শুধু পাওয়া যেত চালকুমড়োর মোরব্বা। সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকায় যোগ হয়েছে বেল,শতমূলী,ন্যাশপাতি,আম, গাজর,পটল,লাল লঙ্কা,লেবু… আরও কত কী।
advertisement
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Siuri Morobba: উত্তর ভারতে গিয়ে নবাব চেখে 'ফিদা' হয়েছিলেন, সিউড়ি ফিরেছিলেন মোরব্বা গড়ার কারিগরকে সঙ্গে নিয়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement