সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আরও উন্নতির জন্য পর্যবেক্ষণ শুরু
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের নিরিখে তৃতীয় হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য বিধি মেনে সিউড়ি সদর হাসপাতালকে এবার আরও ভাল পরিষেবার সাথে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে ।
সুপ্রতিম দাস, বীরভূম: বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই পর্যবেক্ষণ করলেন রাজ্যের তিন চিকিৎসক প্রতিনিধি দল ।
কেন্দ্রীয় স্বাস্থ্য দল রাজ্যে আসার আগে রাজ্যের তিন চিকিৎসক প্রতিনিধি দল সিউড়ি সদর হাসপাতাল ঘুরে দেখলেন সম্প্রতি । স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের নিরিখে তৃতীয় হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য বিধি মেনে সিউড়ি সদর হাসপাতালকে এবার আরও ভাল পরিষেবার সাথে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে । তাই হাসপাতাল সাজিয়ে তুলতে রামপুরহাট মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসক অমিতাভ সাহা, সৌরদীপ পাল ও মোহনা নন্দী সিউড়িতে এসে হাসপাতাল পর্যবেক্ষণ শুরু করেন বুধবার দুপুর থেকে ।
advertisement
advertisement
রাজ্যের এই তিন চিকিৎসক প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়, হাসপাতাল সুপার নীলাঞ্জন মণ্ডল-সহ আরও অন্যান্য আধিকারিকরা । হাসপাতালের বিভিন্ন দিক তাঁরা খতিয়ে দেখবেন আগামী তিন দিন । তিন দিন পর্যবেক্ষণের পরই মতামত দেবেন তাঁরা । হাসপাতালের কোথায় কোথায় ঘাটতি রয়েছে সেই দিক খতিয়ে দেখবেন তাঁরা । পর্যবেক্ষণের প্রথম দিনে অমিতাভ সাহা হাসপাতালের ওটি , আইসিইউ-সহ দেখেন আরও তিনটি বিভাগ । সৌরদীপ পাল দেখেন আউটডোর-সহ দুটি বিভাগ । শিশু পরিচর্যা কেন্দ্র-সহ আরও দুটি বিভাগ দেখেন মোহনা নন্দী ।
advertisement
স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, তিন দিন পর্যবেক্ষণের পর হাসপাতালের কোথায় কোথায় ঘাটতি আছে সেই বিষয়ে তাঁদের মতামত দিয়ে যাবেন এই তিন চিকিৎসক প্রতিনিধি দলের সদস্যরা । তারপরই বীরভূম স্বাস্থ্য জেলার পক্ষ থেকে সেই ঘাটতি গুলো পূরণ করে আরও ভাল পরিষেবার মান বাড়ানোর চেষ্টা চালানো হবে । জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, " হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগে এভাবেই আরও বেশ কিছু দল এসে দফায় দফায় হাসপাতাল উন্নয়নের পরামর্শ ও পর্যবেক্ষণ করে যাবেন ।’’ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল জানিয়েছেন, এই পর্যবেক্ষণের পর যদি সিউড়ি হাসপাতাল ক্যাটাগরিতে আসে তাহলে কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণের একটা জায়গা তৈরি হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2022 2:53 PM IST

