অবশেষে স্বাভাবিক হলদিয়া বন্দর, তবে ব্যাপক ক্ষতির মুখে কর্তৃপক্ষ
Last Updated:
#হলদিয়া: অবশেষে জটিলতা কাটল হলদিয়া বন্দরের৷ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কাজ৷ যদিও ম্যুরিং ক্রুয়ের এই কর্মবিরতির জেরে ক্ষতির মুখে হলদিয়া বন্দর৷
হলদিয়া বন্দরে শূন্যপদে নিয়োগ না হওয়ার কারণে চাপ বাড়ছিল অন্যান্য কর্মচারীদের ওপর৷ কর্তৃপক্ষকে জানিয়েও লাভ না হওয়ায় রবিবার থেকেই কর্মবিরতি শুরু করেন ম্যুরিং ক্রুরা৷ যার ফলে বন্দরে আটকে পড়ে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আসা জাহাজ৷ এরমধ্যে সোমবার তড়িঘড়ি এগারো জনকে শোকজ করে কর্তৃপক্ষ, সাসপেন্ডও করা হয় সুপারভাইজারকে৷ এরপরই অন্যবন্দরে জাহাজ চলে যেতে চাইলে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছেপ্রকাশ করে শ্রমিক সংগঠনগুলি৷
advertisement
মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে সাতটি সংগঠন৷ বৈঠকে ছিলেন বন্দরের জি এম ট্রাফিক, জি এম মেরিন ও হলদিয়া উন্নয়ন পর্ষদের ডেপুটি চেয়ারম্যান ও শ্রমিক নেতা তথা হলদিয়া পুরসভার চেয়ারম্যান৷
advertisement
বৈঠকে সাসপেনশন প্রত্যাহার,কর্মী নিয়োগ সহ আশ্বাসের পরই ওঠে কর্মবিরতি৷ ম্যুরিং ক্রু-র এই কর্মবিরতিতে আর্থিক ক্ষতির মুখে বন্দর কর্তৃপক্ষ৷
ক্ষতির মুখে হলদিয়া বন্দর
advertisement
---
আটকে লৌহ আকরিক, কয়লা ম্যাঙ্গানিজ ভরতি ৩১ জাহাজ
বেরোতে পারেনি ৯ জাহাজ
প্রতিদিন জাহাজ পিছু ক্ষতি ৬ কোটি
রাজস্ব ক্ষতি ১৮ কোটি
প্রতি জাহাজে আর্থিক ক্ষতি ১৫ হাজার কোটি
ক্ষতির মুখে পড়ায় আশেপাশের ভাইজাগ, পারাদ্বীপ সহ অন্যান্য বন্দরে যেতে চাইলে আটকে থাকা জাহাজগুলি৷ মঙ্গলবার কর্মবিরতি উঠলেও বুধবার থেকেই পুরোদমে শুরু হবে বন্দরের কাজ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2019 7:53 PM IST