রাজ্য সরকারের উদ্যোগে অবশেষে খুলল শ্যামনগরের ওয়েভারলি জুটমিল
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠকে মিল খোলার সমাধানসুত্র বের হয়। খুশি শ্রমিকরা।
#শ্যামনগর: ফের খুলল শ্যামনগরের ওয়েভারলি জুটমিল। ত্রিপাক্ষিক বৈঠকে মিলল সমাধান সূত্র। বকেয়া না পেয়ে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছিল শ্যামনগরের ওয়েভারলি জুটমিল। কর্মহীন হয়ে পড়েছিলেন মিলের তিন হাজার শ্রমিক। আলাপ-আলোচনার মাধ্যমে বারবার মিল খোলার চেষ্টা হয়। কিন্তু, কোনও লাভ হয়নি। ২০২০ সালের ২৩ নভেম্বর বন্ধ হয়ে যাওয়া জুট মিলটি অবশেষে খুলে গেল রাজ্য সরকারের উদ্যোগে। সোমবার থেকে আবার চালু হল মিলের যন্ত্র। কর্মজগতে ফিরলেন তিন হাজার শ্রমিক। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠকে মিল খোলার সমাধানসুত্র বের হয়। খুশি শ্রমিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 7:12 PM IST