Ginger price: রাজ্যের মধ্যে এখানে আদা কিনতে লম্বা লাইন ক্রেতাদের, কেন জানলে চমকে উঠবেন

Last Updated:

Ginger price: বাজারে যেখানে ১৫০ থেকে ২০০ টাকা কিলো দরে মিলছে আদা, তখন এখানে মাত্র ৪০ থেকে ৭০ টাকা কিলো দরে আদা কিনতে রীতিমতো ভিড় ক্রেতাদের। দেখে মনে হবে যেন চলছে 'আদার সেল'।

+
স্বল্প

স্বল্প দামে বিক্রি আদা

উত্তর ২৪ পরগনা: বাজারে যেখানে ১৫০ থেকে ২০০ টাকা কিলো দরে মিলছে আদা, তখন এখানে মাত্র ৪০ থেকে ৭০ টাকা কিলো দরে আদা কিনতে রীতিমতো ভিড় ক্রেতাদের। দেখে মনে হবে যেন চলছে ‘আদার সেল’। সকল ক্রেতাই এখানে শুধুমাত্র আদা কেনার জন্য হামলে পড়েছেন। এত কম দামে আদা আর কোথাও মিলছে না বলেও দাবি ক্রেতাদের।
অশোকনগর আট নম্বর কালিবাড়ি মোড় এলাকায় মিলল এমনই এক বিক্রেতার খোঁজ। গাড়ি বোঝাই করে আদার বস্তা নিয়ে এসে, ঢেলে বিক্রি করছেন শুধুই আদা। মাইকে চলছে প্রচার। আর তা শুনেই হামলে পড়ছেন ক্রেতারা। পথচলতি মানুষজনও দাঁড়িয়ে গিয়ে, ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছেন আদা কিনে। বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, পাইকারি দরে প্রচুর পরিমাণে আদা কিনে সরাসরি তারা পৌঁছে দিচ্ছেন ক্রেতাদেরকে, ফলে দাম অনেক আংশেই কম রেখেও লাভের মুখ দেখতে পাচ্ছেন তারা।
advertisement
advertisement
শুধু আদা বিক্রি করেই এখন বিক্রেতার মুখে ফুটছে চওড়া হাসি। শুধু অশোকনগরই নয়, আদা বিক্রেতারা গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছেন কখনও নৈহাটি, কখনও বনগাঁ তো কখনও বারাসাত-সহ জেলার নানা প্রান্তে। তাই এখন এই বিক্রেতাদের কাছ থেকে এত কম দামে কাঁচা আদা কেনার হিড়িক যেন সারা ফেলে দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ginger price: রাজ্যের মধ্যে এখানে আদা কিনতে লম্বা লাইন ক্রেতাদের, কেন জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement