• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • টিটাগড় বাজারে শুটআউট! গুলিবিদ্ধ তৃণমূলনেতা আশঙ্কাজনক

টিটাগড় বাজারে শুটআউট! গুলিবিদ্ধ তৃণমূলনেতা আশঙ্কাজনক

ছবিটি প্রতীকী ও সংগৃহীত

ছবিটি প্রতীকী ও সংগৃহীত

সোমবার দুপুরে টিটাগড় বাজারে ২১ নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি সতীশ মিশ্রকে গুলি করে পালায় ২ দুষ্কৃতী৷ গুলিবিদ্ধ সতীশকে আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভরতি করা হয়েছে৷

 • Share this:

  #টিটাগড়: দমদম পার্কের পর এ বার গুলি চলল টিটাগড়ে৷ ভরদুপুরে গুলি করা হল তৃণমূল নেতা সতীশ মিশ্রকে৷ গুলিবিদ্ধ তৃণমূলনেতার অবস্থা আশঙ্কাজনক৷ টিটাগড় ওয়াগনের কর্মী সতীশ মিশ্র৷

  সোমবার দুপুরে টিটাগড় বাজারে ২১ নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি সতীশ মিশ্রকে গুলি করে পালায় ২ দুষ্কৃতী৷ গুলিবিদ্ধ সতীশকে আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভরতি করা হয়েছে৷

  টিটাগড় ওয়াগনের কর্মী সতীশ এলাকায় বেশ প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত৷ ঘটনার পর থেকেই থমথমে এলাকা৷ তৃণমূল বিধায়ক অর্জুন সিংযের দাবি, ভোলা প্রসাদ নামে এক দুষ্কৃতী এই ঘটনায় জড়িত৷

  First published: